উৎসবের আবহে লাফিয়ে বাড়ল সোনার দাম, ক্রেতাদের মাথায় চিন্তার ভাঁজ, আজকের লেটেস্ট রেট

Published on:

Published on:

Gold Price market in turmoil before the festival see how much it costs per gram

বাংলা হান্ট ডেস্ক: উৎসবের মরশুমের আগে সোনার দাম আগুন ছোঁয়া (Gold Price)। এর পাশাপাশি সেপ্টেম্বর মাসের প্রথম দিন থেকে বাংলার বাজারে গত কয়েকদিন ধরেই সোনার দাম বেড়েই চলেছে। যার ফলে কাল ঘাম ছুটছে জন সাধারনের। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম বৃদ্ধি হওয়ায় কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের। জানুন আজকের রেট।

একনজরে দেখে নিন আজকের সোনার দাম (Gold Price)

সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনার অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বাড়ার বেশি থাকে। অপরদিকে, সোনার ক্যারেট যত কম হবে তাতে বেশি পরিমাণে খাদ মেশানো থাকে। যার ফলে গয়নাটি সম্পূর্ণ খাঁটি হয় না। অপরদিকে বাণিজ্যিক যুদ্ধের কারণে সোনার দাম (Gold Price) ওঠানামা করছে। তবে বিয়ের মরশুমে সোনার দাম দ্রুত ওঠানামা করায় অসুবিধার মুখে পড়ছে আম জনতা। দেখে নিন আজকের সোনার দাম।

Gold Price market in turmoil before the festival see how much it costs per gram

আরও পড়ুন: শতাব্দী প্রাচীন বনেদিয়ানা, চিরাচরিত নিয়ম নয়, কোন রীতিতে হয় কোয়েলের বাড়ির পুজো?

শুক্রবার ২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১০১৬০ টাকা (+৩০)। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১০১৬০০টাকা (+৩০০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১০৬৯০ টাকা (+৩০)। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১০৬৯০০টাকা (+৩০০)। এছাড়াও আজ আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১০৬৩৫টাকা (+৩০)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১০৬৩৫০টাকা (+৩০০)।

সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। শুক্রবার ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ১২৩৯০(০) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ১২৩৯০০(০) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১২৩৮০টাকা (০)। ১ কেজি রুপোর বাটের দাম ১২৩৮০০টাকা (০)।

বিশেষজ্ঞরা মতে, উৎসবের আবহে সোনার দাম (Gold Price) আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। চলতি বছর শেষেই অনেকটা বাড়তে পারে সোনার দাম। যদিও সবটাই অনুমান। এদিকে সোনার দাম বাড়লেও রুপোর দাম বাড়েনি এদিন।