বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর মন্তব্য ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠল বঙ্গ রাজনীতি। অভিযোগ, বিধানসভার বিশেষ অধিবেশনে তিনি ভারতীয় সেনাবাহিনীকে অপমান করেছেন। এই ইস্যুতে সরব হয়ে উঠেছে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ঘোষণা করেছেন, চলতি মাসেই দমদম বিধানসভা এলাকায় বড়সড় প্রতিবাদ মিছিল এবং সভার আয়োজন করবেন তিনি।
সেনাবাহিনী নিয়ে ব্রাত্য বসুর মন্তব্যের প্রতিবাদে সরব শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)
প্রসঙ্গত, গত মঙ্গলবার বিধানসভার বিশেষ অধিবেশনে বাংলা ও বাঙালি সম্প্রদায়ের উপর বিজেপি-শাসিত রাজ্যের আক্রমণের প্রতিবাদে প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছিল। সেই সময় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সেনাবাহিনীর আন্দোলনের মঞ্চ ভেঙে দেওয়ার প্রসঙ্গে কথা বলতে গিয়ে বাংলাদেশের ১৯৭১ সালের পাক সেনার হামলার প্রসঙ্গ টেনে আনেন। এই বক্তব্যেই ক্ষুব্ধ হন বিজেপি বিধায়কেরা। সঙ্গে সঙ্গে প্রতিবাদে সরব হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পরিস্থিতি উত্তপ্ত হলে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাঁকে অধিবেশন থেকে সাসপেন্ড করেন।
অধিবেশন ছেড়ে বেরিয়েও বিষয়টি নিয়ে একইভাবে প্রতিবাদ জানান শুভেন্দু (Suvendu Adhikari)। তিনি সামাজিক মাধ্যমে ব্রাত্যের মন্তব্যের রেকর্ডিং ছড়িয়ে দিতে শুরু করেন। বিজেপি নেতৃত্ব দাবি করছে, রাজ্যের শিক্ষামন্ত্রী দেশের সেনাবাহিনীকে অপমান করেছেন, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাঁদের বক্তব্য, এই বার্তাটি দমদমের ভোটারদের কাছে পৌঁছে দেওয়া হবে। তাই উৎসবের মরশুম শুরুর আগেই সেখানে সভা ও মিছিলের আয়োজন করতে চলেছেন বিরোধী দলনেতা।
দমদমে তৃণমূলকে কোণঠাসা করার চেষ্টা শুভেন্দুর (Suvendu Adhikari)
বিজেপি পরিষদীয় দল সূত্রে খবর, দমদমে শিক্ষামন্ত্রীর মন্তব্যকে হাতিয়ার করেই রাজনৈতিক বার্তা ছড়াতে চাইছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিজেপির দাবি, মানুষ যাতে ২০২৬ সালের ভোটে ‘সঠিক সিদ্ধান্ত’ নেন, তার জন্য এই ইস্যুতে বারবার জনমত গড়ে তোলা হবে। শুধু দমদম নয়, গোটা রাজ্য জুড়ে এই প্রতিবাদ আন্দোলন ছড়িয়ে দিতে চান বিজেপি নেতৃত্ব।
আরও পড়ুনঃ SSC পরীক্ষাকেন্দ্রে কড়া নজরদারি, কী কী সঙ্গে রাখা একেবারেই মানা? জানুন বিস্তারিত
অন্যদিকে, তৃণমূল এখনও পর্যন্ত ব্রাত্যের মন্তব্য নিয়ে প্রকাশ্যে তেমন কিছু বলেনি। তবে বিজেপি নিশ্চিত, এই ইস্যুতে সেনাবাহিনীর প্রতি মানুষের আবেগকে তারা কাজে লাগাতে পারবে। ফলে শারদোৎসবের আগে দমদমে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সভা রাজনৈতিকভাবে কতটা প্রভাব ফেলতে পারে, সেটাই এখন দেখার।