ভারতের মাটিতে বিক্রির প্রথম খাতা খুললো টেসলা, জানেন কার ঘরে গেল এই বিলাসবহুল গাড়ি?

Published on:

Published on:

First car of Tesla Model-y sold in Mumbai.

বাংলা হান্ট ডেস্ক: মুম্বইয়ে টেসলার (Tesla) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়েছে গত জুলেই মাসে। আর শুরুর মাত্র দু’মাসের মধ্যেই ভারতের রাস্তায় নেমে পড়ল প্রথম টেসলা। বান্দ্রা (Bandra) কুরলা কমপ্লেক্সের ৪ হাজার স্কোয়ার ফুটের বিলাসবহুল শোরুম উদ্বোধনের পর টেসলা তাদের প্রথম গাড়ি ডেলিভারি করল মহারাষ্ট্রের পরিবহন মন্ত্রী প্রতাপ সারনায়েককে (Pratap Sarnayek)। ভিডিওতে দেখা যায়, সাদা রঙের ঝকঝকে ‘মডেল ওয়াই’ গাড়িটির পাশে দাঁড়িয়ে আছেন তিনি। বিশেষজ্ঞদের মতে, এটি শুধুমাত্র একটি গাড়ি বিক্রির ঘটনা নয়, বরং ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজারের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা।

ভারতের প্রথম গাড়ি বিক্রি টেসলার (Tesla)

ভারতে টেসলা (Tesla) মডেল ওয়াই-এর দাম শুরু হয়েছে ৫৯.৮৯ লক্ষ টাকা (RWD ভেরিয়েন্ট) থেকে। লং রেঞ্জ সংস্করণের দাম ৬৭.৮৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)। যদিও প্রতাপ সারনায়েক যে গাড়িটি কিনেছেন সেটি স্ট্যান্ডার্ড ভেরিয়েন্ট নাকি লং রেঞ্জ, তা এখনও স্পষ্ট নয়। সংস্থার পরিকল্পনা অনুযায়ী, চলতি বছর ভারতে মোট ৩৫০ থেকে ৫০০টি টেসলা গাড়ি আনার কথা রয়েছে। এর প্রথম ব্যাচ ইতিমধ্যেই সাংহাই থেকে আসার পথে, যা সেপ্টেম্বরে পৌঁছবে।

আরও পড়ুন:- ‘যারা একদিন ঠাট্টা করেছিল, তারাই আজ কৃতিত্ব চাইছে’, GST নিয়ে কংগ্রেসকে আক্রমণ অর্থমন্ত্রীর

ভারতীয় বাজারে টেসলা (Tesla) মডেল ওয়াইয়ের দুটি ভ্যারিয়েন্টে এসেছে—লং রেঞ্জ আরডব্লিউডি (Long Range RWD) এবং লং রেঞ্জ এডব্লিউডি (Long Range AWD)। গাড়ির ডিজাইন বেশ প্রিমিয়াম, ডার্ক গ্রে ফিনিশ, ব্ল্যাক অ্যালয় হুইল, আর ভিতরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডুয়াল টোন কেবিন। বিশাল ১৫.৪ ইঞ্চির টাচস্ক্রিন ডিসপ্লে, ভয়েস কমান্ড, ওয়্যারলেস চার্জিং, ইউএসবি-সি পোর্ট, অ্যাপ বেসড কন্ট্রোল ও ইন্টারনেট কানেক্টিভিটির মতো আধুনিক ফিচার থাকছে উভয় ভ্যারিয়েন্টেই। ভারতের রাস্তার জন্য বিশেষভাবে দেওয়া হয়েছে বাড়তি গ্রাউন্ড ক্লিয়ারেন্স। ব্যাটারির ক্ষেত্রেও রয়েছে পার্থক্য, স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টে ৬০ কিলোওয়াট আর লং রেঞ্জ ভ্যারিয়েন্টে ৭৩ কিলোওয়াট ব্যাটারি।

কনফিগারেশনের দিক থেকে টেসলা (Tesla) গাড়ি তুলনামূলক সরল হলেও, কাস্টমাইজেশনের খরচ একেবারেই কম নয়। ভারতের টেসলা ওয়েবসাইটে মডেল ওয়াই-এর জন্য মোট ছ’টি রঙের অপশন রয়েছে। এর মধ্যে শুধুমাত্র ছাই রং বিনামূল্যে পাওয়া যাবে। পার্ল হোয়াইট বা ডায়মন্ড ব্ল্যাক নিতে চাইলে দিতে হবে অতিরিক্ত ১ লক্ষ টাকা। কুইক সিলভার বা আল্ট্রা রেডের জন্য অতিরিক্ত ২ লক্ষ টাকা। গাড়ির ভেতর সম্পূর্ণ সাদা লেদার ফিনিশ চাইলে গুনতে হবে আরও ৯৫ হাজার টাকা।

First car of Tesla Model-y sold in Mumbai.

আরও পড়ুন:- GST কাঠামোয় পরিবর্তনের পরেই বড় সিদ্ধান্ত! গ্রাহকদের স্বস্তি দিয়ে দুর্দান্ত ঘোষণা রিলায়েন্সের

অর্থাৎ, টেসলার (Tesla) অভিজ্ঞতা যতটা প্রযুক্তিনির্ভর, ততটাই বিলাসবহুল। ভারতীয় ক্রেতাদের জন্য এটি নিঃসন্দেহে এক প্রিমিয়াম অফার, যেখানে প্রতিটি কাস্টমাইজেশনই গাড়ির দামে বাড়তি ভার যোগ করবে। তবুও টেসলার আত্মপ্রকাশ ভারতীয় ইলেকট্রিক গাড়ির বাজারে নিঃসন্দেহে নতুন দিগন্তের সূচনা করল।