বাংলা হান্ট ডেস্ক: খবরের শিরোনাম থেকে যেন সরতে চাইছে না সন্দেশখালির (Sandeshkhali) নাম। এমতাবস্থায়, এবার ফের সন্দেশখালির প্রসঙ্গে চাঞ্চল্যকর দাবি করলেন এসসি কমিশনের (SC Commission) চেয়ারম্যান অরুণ হালদার। তিনি স্পষ্ট জানিয়েছেন যে, বর্তমানে যা পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে রাষ্ট্রপতি শাসন জরুরি হয়ে পড়েছে। শুধু তাই নয়, গত শুক্রবার এই বিষয়ে রাইসিনা হিলসে সন্দেশখালির রিপোর্টও জমা দেওয়া হয়েছে।
জানা গিয়েছে যে, এসসি কমিশন ওই রিপোর্টে একগুচ্ছ অভিযোগ তুলেছে। পাশাপাশি, অরুণ হালদার এটাও অভিযোগ করেছেন যে, সন্দেশখালির সামগ্রিক পরিস্থিতি সামলাতে পুলিশ ব্যর্থ হয়েছে। তাই, পরিস্থিতি বিবেচনা করে তিনি দাবি জানিয়েছেন, বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হওয়া দরকার। নাহলে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে বলেও মনে করেছেন তিনি।
উল্লেখ্য যে, তপসিলি উপজাতি কমিশনের প্রতিনিধিরা গত বৃহস্পতিবার সন্দেশখালির পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন। যদিও, ১৪৪ ধারা জারি থাকায় সেখানকার অশান্ত এলাকায় তাঁরা ঢুকতে পারেননি। তবে, অরুণ হালদারের নেতৃত্বাধীন এই দলটি সেখান থেকে নানা তথ্য সংগ্রহ করেন। তখনই জানানো হয় যে, এই প্রসঙ্গে রাষ্ট্রপতিকে রিপোর্ট দেবে এসসি কমিশন (SC Commission)। আর সেইমতো সন্দেশখালির বিষয়টি নিয়ে রাষ্ট্রপতির কাছে শুক্রবার পৌঁছে যান অরুণ হালদার। এমতাবস্থায়, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে রিপোর্ট জমা দিয়ে তিনি আবেদন করেছেন যে, বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করা হোক।
আরও পড়ুন: “হ্যাকারদের দ্রোণাচার্য”! একা হাতে সামলেছেন বড় বড় সাইবার অ্যাটাক, মাত্র ২ বছরেই কামিয়েছেন ৮০০ কোটি
এদিকে, পরে এসসি কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে তিনি জানান যে, ”সন্দেশখালিতে আমরা যখন যাই, তখন শেখ শাহজাহানের দলবদল আমাদের ওপর হামলা চালিয়ে ভয়াবহ পরিবেশ তৈরি করে। এমনকি, আমাদের সঙ্গে স্থানীয় লোকজনও কথা বলতে ভয় পাচ্ছেন। তাঁরা বলছেন, আমরা ফিরে এলেই তাঁদের ওপর শাহজাহান বাহিনী হামলা করবে।”
আরও পড়ুন: এবার হাইড্রোজেনে চলবে গাড়ি! ভারতে প্রথম পাইলট প্রোজেক্ট শুরু করল BPCL
পাশাপাশি, তিনি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি জানান, “আমরা সন্দেশখালি থানাতেও গিয়েছিলাম। কিন্তু পুলিশ আমাদের সঙ্গে কথা বলেনি। এসব দেখেশুনে এবং পরিস্থিতি বিবেচনা করে সংবিধানের ৩৩৮ ধারা অনুযায়ী আমরা লক্ষ্য করেছি ওইখানে তপসিলি জাতি ও উপজাতির সুরক্ষা বিঘ্নিত হচ্ছে এবং এটি শাসকদলের মদতেই হচ্ছে। তাই আমরা সেখানে রাষ্ট্রপতি শাসন জারির দাবি করছি।”