বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই শীতের প্রকোপ অনেকটাই কমেছে। পাশাপাশি বসন্তের আমেজ ক্রমশ পরিলক্ষিত হয়েছে। এদিকে, দক্ষিণবঙ্গের কিছু অংশে মেঘলা আকাশও চোখে পড়েছে। এমতাবস্থায়, সামনে এল IMD (India Meteorological Department)-র ওয়েদার আপডেট (Weather Update)। যেখানে কিছু বড় তথ্য সামনে এসেছে। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।
প্রথমেই জানিয়ে রাখি, IMD-র ওয়েদার আপডেট অনুযায়ী জানা গিয়েছে যে, এখনও ভারতীয় উপমহাদেশের ওপর তিনটি অ্যাকটিভ ওয়েদার চ্যানেল রয়েছে। পাশাপাশি, অসম ও তার সংলগ্ন এলাকাতে একটি সাইক্লোনিক সার্কুলেশন বিস্তৃত রয়েছে।
মূলত, সমুদ্রতল থেকে ১.৫ কিমি ওপর পর্যন্ত এটি বিস্তৃত রয়েছে বলেও জানা গিয়েছে। পাশাপাশি, এই সময়টাতে মিলেছে বৃষ্টির পূর্বাভাসও। আপডেট অনুযায়ী পশ্চিম হিমালয় সংলগ্ন এলাকাতে রয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝা৷
আরও পড়ুন: “সন্দেশখালিতে রাষ্ট্রপতি শাসন জারি হোক”, দ্রৌপদী মুর্মুকে রিপোর্ট দিয়ে দাবি জানাল SC কমিশন
এক্ষেত্রে, এই পশ্চিমী ঝঞ্ঝা দাপট দেখাতে শুরু করবে আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে। এমতাবস্থায়, হিমালয় পাদদেশের অন্তর্ভুক্ত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এদিকে, আগামী ৪ থেকে ৫ দিনে উত্তরবঙ্গে নিয়মিত বৃষ্টি ঘটলেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই।
আরও পড়ুন: সরফরাজে মুগ্ধ মাহিন্দ্রা! বাবা নওশাদের লড়াইকে সম্মান জানিয়ে Thar উপহার দেওয়ার ইচ্ছে শিল্পপতির
যদিও, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী সপ্তাহে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায়, এটি শুরু হতে পারে আগামী বৃহস্পতিবার থেকে। IMD-র ওয়েদার আপডেটের মাধ্যমে বিষয়টি জানা গিয়েছে।
সব ‘দায়’ সংবাদ মাধ্যমের! RG Kar কান্ড নিয়ে বিস্ফোরক ফিরহাদ, বললেন…