বাংলাহান্ট ডেস্ক: ট্রাম্পের সচিবের মন্তব্যের যোগ্য জবাব দিল ভারত (India) । মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) ঘনিষ্ঠ সহযোগী ও বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারোর (Peter Navarro) সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে। রাশিয়ার (Russia) থেকে তেল কিনে তার মুনাফা ভারতের ব্রাহ্মণরা, নাভারোর এই অভিযোগে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল (Randhir Jaiswal) স্পষ্ট ভাষায় জানান, এই মন্তব্য শুধু মিথ্যা নয়, বরং বিভ্রান্তিকরও বটে।
নভারোর মন্তব্যের বিরুদ্ধে যোগ্য জবাব ভারতের (India)
জয়সওয়াল বলেন, ভারত (India) ও আমেরিকার মধ্যে আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্ব বিদ্যমান, যা অভিন্ন স্বার্থ, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনগণের পারস্পরিক সম্পর্কের উপর দাঁড়িয়ে আছে। বহু চ্যালেঞ্জ ও পরিবর্তনের মধ্য দিয়েও দুই দেশের সম্পর্ক অটুট থেকেছে। ভারত চায় এই সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা এবং অভিন্ন স্বার্থের ভিত্তিতে এগিয়ে যাক। মার্কিন আধিকারিকের একতরফা মন্তব্য সম্পর্ককে কোনওভাবেই প্রভাবিত করবে না বলেও তিনি স্পষ্ট করে দেন।
আরও পড়ুন:- ‘যারা একদিন ঠাট্টা করেছিল, তারাই আজ কৃতিত্ব চাইছে’, GST নিয়ে কংগ্রেসকে আক্রমণ অর্থমন্ত্রীর
প্রসঙ্গত, নাভারো সম্প্রতি ভারতের (India) বিরুদ্ধে তীব্র সমালোচনা করে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একজন মহান নেতা হলেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিঙের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা বেমানান। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের নেতার এমন ভূমিকা গ্রহণযোগ্য নয়। আরও বিতর্কিতভাবে তিনি অভিযোগ করেন, ভারতের অভ্যন্তরে আমজনতার ক্ষতির বিনিময়ে ব্রাহ্মণরা রাশিয়ার তেল বিক্রির মুনাফা কুক্ষিগত করছে। তাঁর দাবি অনুযায়ী, ভারত রাশিয়ার থেকে সস্তায় তেল কিনে তা ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন বাজারে বিক্রি করে বিপুল লাভ করছে, আর সেই লাভের সুবিধা পাচ্ছে বিশেষ একটি সম্প্রদায়। নাভারোর এই মন্তব্যকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়।
ভারত (India) এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। জয়সওয়াল জানান, ভারতের অবস্থান বরাবরের মতোই স্পষ্ট—রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে যে কোনও শান্তি প্রক্রিয়ায় ভারত পূর্ণ সমর্থন জানাবে। তিনি বলেন, ভারত চায় দুই পক্ষই গঠনমূলক পদক্ষেপ নিক এবং যত দ্রুত সম্ভব যুদ্ধ থেমে গিয়ে ইউক্রেনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হোক।

আরও পড়ুন:৩৪ টি গাড়িতে বোমা! ৪০০ কেজির RDX নিয়ে ১ কোটি মানুষকে মারার হুমকি, মুম্বাইতে জারি হাই অ্যালার্ট
এর পাশাপাশি কূটনৈতিক মহলে সম্প্রতি জল্পনা তৈরি হয়েছিল, নাভারোর মন্তব্যের পরিণতিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হয়তো কোয়াড সম্মেলনে যোগ দেবেন না। যদিও ভারত (India) সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, জয়সওয়াল জানান, কোয়াড ভারত, আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়ার মধ্যে অভিন্ন স্বার্থের আলোচনার জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। সদস্য দেশগুলির সঙ্গে কূটনৈতিক পরামর্শের পরই কোয়াড বৈঠক নিয়ে সিদ্ধান্ত হবে।
সব মিলিয়ে, মার্কিন বাণিজ্য উপদেষ্টার বিতর্কিত ও বর্ণবিদ্বেষী মন্তব্যে আপাতত ভারত-আমেরিকা সম্পর্কের নতুন উত্তাপ যোগ হয়েছে। তবে ভারত (India) স্পষ্ট জানিয়ে দিয়েছে, মিথ্যা অভিযোগ বা বিভ্রান্তিকর বক্তব্য তাদের কৌশলগত অংশীদারিত্বে কোনও প্রভাব ফেলবে না।