বাংলাহান্ট ডেস্ক : শহরের বুকে দাপিয়ে বেড়াচ্ছে মেট্রো। বিভিন্ন রুটে চলছে কলকাতা মেট্রো। উপকৃত হতো বহু মানুষ। এবার জলপথেও চালু হয়ে গেল মেট্রো (Water Metro)। গত জানুয়ারি মাসে উদ্বোধন হয়েছে শহর কলকাতার প্রথম বৈদ্যুতিক জল মেট্রো ‘ঢেউ’ এর। তারপর থেকেই আমজনতার আগ্রহ এবং ভিড় বাড়তে শুরু করেছে এই নতুন আকর্ষণকে ঘিরে।
আগ্রহ বাড়ছে জল মেট্রো (Water Metro) ‘ঢেউ’কে ঘিরে
আইআইটি খড়গপুরে নকশা করা হয়েছে এই জল মেট্রোর (Water Metro)। তৈরি করেছে গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। এটি মূলত একটি বৈদ্যুতিক মোটরচালিত ক্যাটামারান হালযুক্ত জাহাজ। হাওড়া ব্রিজ, বেলুড় মঠ বা দক্ষিণেশ্বর মন্দির ছুঁয়ে হুগলির উপরে ভেসে চলে ‘ঢেউ’। যাত্রীদের নতুন অভিজ্ঞতা দিয়ে থাকে এই জল মেট্রো (Water Metro)।
কী কী বসার ব্যবস্থা: এসি এবং নন এসি দুই রকমের বসার জায়গাই রয়েছে এই জল মেট্রোতে (Water Metro)। নন এসি সেকশনে রয়েছে নদীর প্রাকৃতিক হাওয়া নিয়ে সাধারণ কুশন চেয়ারে বসে সফরের আনন্দ নেওয়ার সুযোগ। এসি সেকশনটি অবশ্য আরও প্রিমিয়াম। মোট তিনটি ডেক (Water Metro) রয়েছে এতে। পেছনের দুটি ডেকে পৌঁছানো যায় নন এসি সেকশন থেকে। আর সামনের ডেকে পৌঁছানো যায় এসি সেকশন থেকে। তবে সামনের ডেকটি নিরাপত্তাজনিত কারণে বেশিরভাগ সময় সেটি বন্ধ থাকে।
আরও পড়ুন : ডবল আনন্দ, শিক্ষক দিবস উদযাপনে পড়ুয়াদের পাতে ইলিশ-চিংড়ি! এলাহি আয়োজন মিড ডে মিলে
কী পরিষেবা মিলবে: মিলেনিয়াম পার্ক থেকে যাত্রা শুরু করে দক্ষিণেশ্বরের পথে কুমোরটুলি, বাবুঘাট, হাওড়া স্টেশন, বেলুড় মঠের মতো বিভিন্ন ল্যান্ডমার্ক দেখানো হয় যাত্রীদের। সঙ্গে লাউড স্পিকারে শোনানো হয় বিভিন্ন স্থানের ঐতিহ্যের কথা। এই জল মেট্রোতে (Water Metro) নিরাপত্তার সমস্ত বন্দোবস্তও থাকছে। লাইফ জ্যাকেট, ফ্লোটিং ডিভাইস থাকে প্রতিটি আসনের নীচে। সফরকালে যাত্রীদের জন্য থাকে স্ন্যাক্সের ব্যবস্থাও। তবে এই জল মেট্রোতে (Water Metro) একটি ওয়াশরুমের ব্যবস্থা থাকলে আরও সুবিধা হবে বলে মত যাত্রীদের।
আরও পড়ুন : চাহিদা তুঙ্গে টিকিটের, উৎসবের মরশুমে বড় পরিবর্তন বন্দে ভারতে! এল নতুন আপডেট
মিলেনিয়াম পার্কের টিকিট কাউন্টার থেকেই পাওয়া যায় টিকিট। সোম, মঙ্গল, বৃহস্পতি এবং শুক্রবার বিকেল সাড়ে চারটেয় হয় একটি ট্রিপ। আয সপ্তাহান্তে এবং ছুটির দিনে দুপু্র দেড়টায় এবং বিকেল সাড়ে চারটেয় হয় দুটি ট্রিপ। নন এসি সেকশনের জন্য ভাড়া ২০০ টাকা আর এসি সেকশনের জন্য ভাড়া ধার্য হয়েছে ৩০০ টাকা।