উত্তরের ঠাকুর দেখতে আর ভাবনা নয়, মেট্রো রুট ম্যাপ ঘুরিয়ে দেবে সঠিক পথ

Updated on:

Updated on:

Kolkata Metro route map will show you the right path puja travel

বাংলা হান্ট ডেস্ক: দুর্গাপুজোর সময় কলকাতার ঠাকুর দেখার অন্যতম যাতায়াত ব্যবস্থা মেট্রো রেল (Kolkata Metro)। এছাড়া  যতই ভিড় হোক না কেন পুজোর সময় হেঁটে ঠাকুর দেখার মজাই আলাদা থাকে। পুজো মানেই যে শুধুমাত্র সাজগোজ তা কিন্তু নয়। সাজগোজের পাশাপাশি থাকে খাওয়া দাওয়ার প্রস্তুতি। আর তার সঙ্গে থাকে উত্তর থেকে দক্ষিণ কলকাতার বনেদি থেকে থিম পুজোর প্রতিটি দুর্গা ঠাকুর দেখা। তবে পুজোর সময় কলকাতায় গাড়ি নিয়ে বেরোলে তার অবস্থা কি হয় তা নিয়ে নতুন করে বলার আর কিছু থাকে না। কলকাতার নানা প্রান্তের ঠাকুর দেখার প্ল্যান যদি আপনারও থাকে তাহলে কলকাতা মেট্রো (Kolkata Metro) থেকে বড় সাশ্রয়ের পরিবহন আর কিছু হতে পারে না। আজকের প্রতিবেদনে রইল কলকাতার মেট্রো করে কোন কোন পুজোর ঠাকুর দেখতে যেতে পারবেন সেই রুটের কথা।

উত্তরের পুজো ভ্রমণ হবে সহজ, মেট্রো রুট ম্যাপ রইল হাতের মুঠোয় (Kolkata Metro)

আর মাত্র ২১ দিন বাকি। তারপরই বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। যদিও এখন চতুর্থী থেকে মন্ডপে মণ্ডপে ভিড় (Pandel Hopping) জমতে শুরু করে। পাশাপাশি লম্বা লাইন পেরিয়ে দেখতে হয় ঠাকুর। এই সময়ের স্রোত পার কেটে যায় ঘন্টার পর ঘন্টা। তার ওপর পুজোর সময় শহর কলকাতায় যানজটের অবস্থা কি হয় নতুন করে বলার কিছু থাকে না। তাই যানজট এড়িয়ে কম সময়ে শহরের নানান প্রান্তের ঠাকুর দেখতে চাইলে আপনার ভরসার জায়গা একমাত্র মেট্রো (Kolkata Metro)। তবে একদিনে তো সব ঠাকুর দেখা সম্ভব নয়। মেট্রোতে (Metro) চেপে কোন কোন ঠাকুর দেখতে পারবেন তা রইল আজকের প্রতিবেদনে।

দমদম: আপনি যদি দক্ষিণেশ্বর, বরাহনগর, নোয়াপাড়া থেকে মেট্রোতে ওঠেন তাহলে দমদমে (DumDum) নেমে বেশ কয়েকটি ঠাকুর দেখতে পাবেন। যার মধ্যে অন্যতম হল দমদম পার্ক, দমদম পার্ক সর্বজনীন, সিঁথি সার্বজনীন সহ আরও ভালো ভালো কিছু প্যান্ডেল হপিং আপনি করতে পারবেন।

বেলগাছিয়া: দমদমের পরের স্টেশন বেলগাছিয়া (Belgachia)। সেখানে নামলে আপনি বেশ বড় কিছু পুজোর দেখতে পাবেন। তার মধ্যে অন্যতম দমদম পার্ক ভারতচক্র, টালা প্রত্যয় এর মতন কিছু পুজো। এর পাশাপাশি এখান থেকে আপনি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর ঠাকুর (DurgaPuja) দেখতে যেতে পারেন।

শ্যামবাজার: বেলগাছিয়ার পরের স্টেশন শ্যামবাজার (Shyambazar)। সেখানে নামলে আপনি শ্যামস্কোয়ার, জগৎ মুখার্জি পার্ক, বাগবাজার সার্বজনীন ও ফ্রেন্ডস ইউনিয়নের মতন কিছু পুজো দেখে নিতে পারেন।

Kolkata Metro route map will show you the right path puja travel

আরও পড়ুন: পেটের মেদ গলাতে ঘরোয়া টোটকা, এলাচ জলের জুড়ি মেলা ভার, পুষ্টিবিদদের টিপস

শোভাবাজার: শ্যামবাজারের পরবর্তী স্টেশন শোভাবাজার। উত্তর কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো গুলির মধ্যে একটি জায়গা এটি। এখানে গেলে সবার প্রথমে আপনি দেখবেন শোভাবাজার রাজবাড়ির ঠাকুর। তারপর সেখান থেকে বেরিয়ে কুমোরটুলি পার্ক, কুমোরটুলি সার্বজনীন, আইরীটোলা সার্বজনীন, বেনিয়াটোলা লেন প্রমুখ। এছাড়াও এখান থেকে আরেকটু এগোলে আপনি দেখতে পাবেন নলিন সরকার স্ট্রিট, গৌরী বাড়ি, তেলেঙ্গা বাগান, কাশীবোস লেন, হাতিবাগান নবীন পল্লী, সিকদার বাগানসহ বেশ বড় কিছু পুজো মন্ডপ।

গিরীশ পার্ক: শোভাবাজারের পরের স্টেশন গিরিশ পার্ক। উত্তর কলকাতার (North Kolkata) বেশকিছু জনপ্রিয় ঠাকুর এই স্টেশনে নেমেও দেখতে পাবেন। এখানে আসলে আপনি, বিডন স্কোয়ার,৩৭ পল্লি, বিবেকানন্দ স্পোর্টিং, রবীন্দ্র কানন, পাথুরিয়াঘাটা ৫-এর পল্লি, চালতাবাগান-সহ আরও বেশ কিছু ঠাকুর দেখতে পাবেন।

মহাত্মা গান্ধী রোড: মহাত্মা গান্ধী মেট্রো স্টেশন (Metro) থেকে বেরোলে আপনি পেয়ে যাবেন মোহাম্মদ আলী পার্কের পুজো। এছাড়াও এখান থেকে আপনি কিছুটা হেঁটে যেতে পারলে কলেজ স্কোয়ার ও শিয়ালদহ রেলওয়ে অ্যাথলেটিক ক্লাবের পুজো দর্শন করতে পারেন।

সেন্ট্রাল: সেন্ট্রাল স্টেশনের কাছাকাছি রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার। এছাড়াও এখানে নেমে আপনি যেতে পারেন সুবোধ মল্লিক স্কোয়ার, লেবুতলা পার্কের মতন বড় বড় কিছু উত্তর কলকাতার দুর্গাপুজোর (Durga Puja) মন্ডপ।