পুজোর আগে সোনার বাজারে ধাক্কা, সেপ্টেম্বরের শুরুতেই দাম বাড়ল না কমল?

Published on:

Published on:

Gold Price volatile ahead of pujo speculation over whether prices will increase or not

বাংলা হান্ট ডেস্ক: চলতি মাসের শেষের দিকে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। তবে পুজোর মরশুমের আগে সোনার দাম আকাশ ছোঁয়া (Gold Price)। যার ফলে উৎসবের মরশুমে সোনা কিনতে গিয়ে কাল ঘাম ছুটছে মধ্যবিত্তের। সোনার দাম ঊর্ধ্বমুখী থাকায় কিছুটা হলেও চাপের মুখে পড়েছেন ব্যবসায়ীরা। সেপ্টেম্বরে প্রথম সপ্তাহে সোনার দাম কত যাচ্ছে বাজারে তার এক নজরে দেখে নিন।

পুজোর আগে সোনার বাজারে অস্থিরতা, দাম বাড়ল না কমল নিয়ে চর্চা (Gold Price)

সোনার দাম ক্রমাগত ওঠানামা করেই চলেছে। যার ফলে সোনা কিনা বর্তমানে মধ্যবিত্তের কাছে স্বপ্নের সমান। এছাড়াও সঞ্চয় হোক বা অলংকার হিসেবে বাঙালির কাছে গুরুত্বপূর্ণ জিনিস সোনা (Gold)। এবার বর্তমানে সোনার দাম যে হারে বেড়েছে এর মধ্যে আপনি যদি হলুদ ধাতু কিনতে যান। তাহলে একবার চোখ বুলিয়ে নিন আজকের গোল্ড প্রাইস (Gold Price) এর ওপরে।

Gold Price volatile ahead of pujo speculation over whether prices will increase or not

আরও পড়ুন: তেলচিটে রান্নাঘরের বাল্ব পরিষ্কার হবে এক নিমেষে, রইল সহজ ঘরোয়া উপায়

শনিবার ২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১০১৭৫ টাকা (+১৫)। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১০১৭৫০টাকা (+১৫০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১০৭৫০ টাকা (+৬০)। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১০৭৫০০টাকা (+৬০০)। এছাড়াও আজ আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১০৬৫০টাকা (+১৫)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১০৬৫০০টাকা (+১৫০)।

সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। শনিবার ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ১২৪২০(+৩০) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ১২৪২০০(+৩০০) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১২৪১০টাকা (+৩০)। ১০০ কেজি রুপোর বাটের দাম ১২৪১০০টাকা (+৩০০)।

সোনা কেনার ক্ষেত্রে জুয়েলারিতে হলমার্কের চিহ্ন, হলমার্কিং এর বছর ও ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস (BIS)এর স্ট্যাম্প উল্লেখ থাকে। এই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস হলো এমন একটি সার্টিফিকেট যা নিশ্চিত করে গয়নাটি ব্যুরো কর্তৃক নির্ধারিত মান অনুযায়ী তৈরি হয়েছে কিনা। এছাড়াও যারা সঞ্চয়ের জন্য সোনা কিংবা সোনার (Gold)বার কেনেন তারা বরাবরই ২৪ ক্যারেটের পাকা সোনা কেনেন।