অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সেজে টাকা আদায়, গ্রেপ্তার অভিযুক্ত নাজমুল

Published on:

Published on:

Fraudster arrested for promising tmc ticket using Abhishek Banerjee’s name

বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা ভোটে টিকিট পাইয়ে দেওয়ার নামে প্রতারণা। আর সেই টোপে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নাম ব্যবহার করছিলেন এক ব্যক্তি। অবশেষে কলকাতার শেক্সপিয়র সরণি থানার পুলিশের ফাঁদে পড়লেন তিনি। ধৃতের নাম নাজমুল শেখ।

অভিষেকের (Abhishek Banerjee) নাম করে টাকা আদায় নাজমুলের

সূত্রের খবর, নিজেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ঘনিষ্ঠ পরিচয় দিয়ে বিভিন্ন জনকে প্রার্থী করার প্রতিশ্রুতি দিচ্ছিলেন নাজমুল। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিট পাওয়ানোর আশ্বাস দেখিয়ে বেশ কয়েকজনের কাছ থেকে টাকা নিয়েছেন বলেই পুলিশের কাছে অভিযোগ জমা পড়ে।

প্রথমে দলের এক নেতা বিষয়টি সন্দেহ করেন এবং খবর পৌঁছনো হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) দপ্তরে। এরপর নাজমুলের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হয় অভিষেকের ক্যামাক স্ট্রিট অফিস থেকে। বলা হয়, পার্ক স্ট্রিটের একটি হোটেলে বৈঠক হবে। শুক্রবার নির্দিষ্ট সময়ে সেখানে পৌঁছতেই উপস্থিত হয়ে যায় সাদা পোশাকের পুলিশ। কোনও কিছু বুঝে ওঠার আগেই গ্রেপ্তার করা হয় নাজমুলকে।

এখন প্রশ্ন উঠছে, নাজমুল একাই এই প্রতারণার সঙ্গে যুক্ত, নাকি এর পেছনে আরও কেউ রয়েছে। পাশাপাশি, কারা কারা তাঁর কাছে টাকা দিয়েছেন এবং কতটা অঙ্ক লেনদেন হয়েছে, সব খুঁটিনাটি জানার চেষ্টা করছে পুলিশ।

Fraudster arrested for promising tmc ticket using Abhishek Banerjee’s name

আরও পড়ুনঃ দু’বছরের সময়সীমা, নইলে যাবে চাকরি! TET নিয়ে শিক্ষকদের কড়া রায় সুপ্রিম কোর্টের

তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব জানিয়ে দিয়েছে, দলের ভাবমূর্তি নষ্ট করে এমন কোনও অসৎ কাজ বরদাস্ত করা হবে না। তাই বিষয়টি প্রকাশ্যে আসতেই পুলিশের দ্বারস্থ হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) দপ্তর।