বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই এশিয়া কাপের (Asia Cup 2025) কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর থেকে এই টুর্নামেন্টটি শুরু হচ্ছে। যার সবথেকে আকর্ষণীয় ম্যাচটি আগামী ১৪ সেপ্টেম্বর দুবাইতে ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পন্ন হবে। এই ম্যাচের আগে, পাকিস্তান দল সংযুক্ত আরব আমিরশাহীতে একটি T20 ট্রাই সিরিজ খেলছে। যেখানে তারা ফাইনালে পৌঁছে গিয়েছে। তবে তারা ফাইনালে পৌঁছে গেলেও পাকিস্তানের সফরটি খুব একটা সহজ ছিল না। আর এই বিষয়টিই টিম ইন্ডিয়ার জন্য বড় স্বস্তি হিসেবে বিবেচিত হচ্ছে। মূলত, সংযুক্ত আরব আমিরশাহীকে হারিয়ে পাকিস্তান দল ফাইনালে উঠলেও এখনও পর্যন্ত খেলা ম্যাচগুলিতে তাদের এমন ত্রুটি সামনে এসেছে যা টিম ইন্ডিয়ার জন্য ইতিবাচক।
এশিয়া কাপের (Asia Cup 2025) আগে শোচনীয় অবস্থা পাকিস্তানের:
পাকিস্তানি ওপেনারদের শোচনীয় অবস্থা: উল্লেখ্য যে, এশিয়া কাপের আগে পাকিস্তানের ওপেনাররা সম্পূর্ণ ব্যর্থ প্রমাণিত হয়েছে। সাহেবজাদা ফারহান এবং স্যাম আইয়ুব দু’জনেই ট্রাই সিরিজে হতাশ করেছেন। স্যাম আইয়ুবের কথা বলতে গেলে, তিনি ২৩.৫০ এভারেজে মাত্র ৯৪ রান করতে পেরেছেন। সাহেবজাদার অবস্থা আরও খারাপ। তিনি ৪ ম্যাচে ১৫.৭৫ এভারেজে করেছেন মাত্র ৬৩ রান।
পাকিস্তানের পুরো ব্যাটিং ইউনিটই নড়বড়ে হয়ে পড়েছে: শুধু ওপেনাররাই নন, পাকিস্তানের অন্যান্য ব্যাটাররাও রানের জন্য লড়াই করে চলেছেন। উইকেটরক্ষক মোহাম্মদ হারিস ৪ ম্যাচে মাত্র ৩১ রান করতে পেরেছেন। তাঁর এভারেজ ৭.৭ এবং স্ট্রাইক রেট মাত্র ৮৬.১১। হাসান নওয়াজের অবস্থাও খুব একটা ভালো নয়। তিনি ১৯.৫ এভারেজে মাত্র ৭৮ রান করেছেন।
এদিকে, পাক অধিনায়ক সালমান আগা ৪ ইনিংসে মাত্র ৮৫ রান করেছেন। ফখর জামানই একমাত্র ব্যাটার যিনি ফর্মে থাকার প্রমাণ দিয়েছেন। তিনি ১২৮ রান করতে সক্ষম হয়েছেন। মোহাম্মদ নওয়াজও ভালো ব্যাটিং করেছেন। সামগ্রিকভাবে, পাকিস্তানের ব্যাটিং ইউনিট এখন খুব একটা ভালো জায়গায় নেই।
যার পুরো সুবিধা টিম ইন্ডিয়া এশিয়া কাপে (Asia Cup 2025) নিতে পারে।
আরও পড়ুন: দুই দেশেই জারি ৫০ শতাংশের শুল্ক! এবার ব্রাজিলের সঙ্গে হাত মেলাচ্ছে ভারত, মোক্ষম জবাব পাবেন ট্রাম্প
টিম ইন্ডিয়া প্রস্তুতি শুরু করেছে: দুবাইতে এশিয়া কাপের (Asia Cup 2025) জন্য টিম ইন্ডিয়া ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে। প্রথম দিনেই মাঠে দেখা গেছে ভারতীয় দলের ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ, হর্ষিত রানাকে। এশিয়া কাপের জন্য টিম ইন্ডিয়া একটি শক্তিশালী দল নির্বাচন করেছে। যারা শিরোপা জয়ের অন্যতম বড় দাবিদার। টিম ইন্ডিয়া গত ২ মরশুম ধরে এশিয়া কাপ (Asia Cup 2025) জিতে আসছে। এমতাবস্থায়, ভারত চ্যাম্পিয়ন হওয়ার হ্যাটট্রিক করতে পারে কিনা সেদিকেই তাকিয়ে রয়েছেন ক্রিকেট অনুরাগীরা।