বাংলা হান্ট ডেস্কঃ ভয়ঙ্কর হুমকিতে কাঁপল মুম্বাই (Mumbai)। ৪০০ কেজি আরডিএক্স আর ৩৪ মানববোমা নিয়ে শহর জুড়ে হামলার পরিকল্পনা! গণেশ বিসর্জনের মতো ভিড়ভাট্টার দিনে এক কোটি মানুষের প্রাণ যাবে, সম্প্রতি এমনই বার্তা আসে মুম্বই পুলিশের হোয়াটসঅ্যাপে। মুহূর্তের মধ্যে হাই এলার্ট জারি করা হয় গোটা মুম্বাই শহর জুড়ে। এই হুমকির তদন্তে নেমে মুম্বাই (Mumbai) পুলিশ গ্রেপ্তার করেছে এক প্রৌঢ়কে।
মুম্বাইতে (Mumbai) ৩৪টি গাড়ির মধ্যে মানববোমা লুকানো আছে বলে হুমকি দেওয়া হয়
সূত্রের খবর, শুক্রবার সকালে মুম্বই (Mumbai) ট্রাফিক পুলিশের হেল্পলাইন নম্বরে আসে ওই হুমকির বার্তা। দাবি করা হয়, অন্তত ৩৪টি গাড়ির মধ্যে লুকোনো রয়েছে মানববোমা। বিস্ফোরণে একসঙ্গে উড়ে যাবে শহর, মৃত্যু হবে লক্ষ লক্ষ মানুষের। এই খবর জানাজানি হতেই আতঙ্ক ছড়ায় মুম্বই জুড়ে। পুলিশ সঙ্গে সঙ্গে জারি করে হাই অ্যালার্ট। রাজ্যের বিভিন্ন প্রান্তে বাড়ানো হয় নিরাপত্তা। গণেশ বিসর্জনের আগে এমন হুমকিতে মুম্বাইয়ের সাধারণ মানুষের মনে আতঙ্ক ছড়িয়েছে।
এরপরেই তদন্তে নামে মুম্বই (Mumbai) পুলিশ। সূত্রের দাবি, নয়ডা থেকে কেনা একটি মোবাইল ফোন ও সিমকার্ড ব্যবহার করেই এই বার্তা পাঠানো হয়েছিল। অবশেষে শনিবার ভোরে উত্তরপ্রদেশের নয়ডা থেকে গ্রেপ্তার হয় ৫০ বছরের অশ্বিন কুমার সুপ্রা নামের এক বিহারী প্রৌঢ়কে। তাঁকে মুম্বই নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটি ভুয়ো হুমকি। তবে সন্ত্রাস দমন শাখাও ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।
আজ অনন্ত চতুর্দশী। মহারাষ্ট্রে এই দিনটিকে ঘিরে চলে বিশাল আয়োজন। মুম্বই (Mumbai) শহরে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় গণেশ বিসর্জনে। উৎসবের আগের রাতে এমন হুমকি আসায় প্রশাসন আরও বেশি সতর্ক। মুম্বই পুলিশ ইতিমধ্যেই কড়া নিরাপত্তা ব্যবস্থা জারি করেছে। উৎসবের আবহে যাতে কোনও আতঙ্ক ছড়িয়ে না পড়ে, সেদিকেও কড়া নজর রাখা হচ্ছে প্রশাসনের তরফ থেকে।
আরও পড়ুনঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সেজে টাকা আদায়, গ্রেপ্তার অভিযুক্ত নাজমুল
সব মিলিয়ে প্রাথমিকভাবে হুমকি বার্তাকে ভুয়ো মনে করলেও পুলিশ কোন রিস্ক নিতে চাইছে না বলেই খবর সূত্রের। তাই গণেশ বিসর্জনের ব্যবস্থার মধ্যেই গোটা শহরকে (Mumbai) ঘিরে ফেলা হয়েছে সতর্কতার বলয় দিয়ে। এই হুমকির নেপথ্যে আর কোন বড় চক্রান্ত আছে কিনা এখন সেটাই খুঁজে বের করতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।