বাংলা হান্ট ডেস্কঃ জাতীয় নির্বাচন কমিশনের বৈঠকের আগে জোরকদমে প্রস্তুতি শুরু করল বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। সুত্রের খবর, শনিবার ও সোমবার টানা দুই দিনে হবে জোড়া বৈঠক। এই বৈঠকে স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা SIR নিয়ে জেলার প্রস্তুতি খতিয়ে দেখা হবে। এরপরেই ১০ সেপ্টেম্বর দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বৈঠকে বাংলার সিইও তুলে ধরবেন বিস্তারিত রিপোর্ট।
SIR বাস্তবায়নের খুঁটিনাটি নিয়ে আলোচনা করবেন আধিকারিকরা
সুত্রের খবর, শনিবার দপ্তরের অভ্যন্তরীণ বৈঠক হবে। সেখানে মূলত SIR বাস্তবায়নের খুঁটিনাটি নিয়ে আলোচনা করবেন আধিকারিকরা। এরপর সোমবার জেলার অতিরিক্ত জেলাশাসকদের নিয়ে আলাদা বৈঠক ডাকা হয়েছে। প্রতিটি জেলার প্রস্তুতি, খসড়া তালিকার অবস্থা, এবং সংশোধনী প্রক্রিয়া খতিয়ে দেখবেন সিইও মনোজ আগারওয়াল। উদ্দেশ্য, দিল্লির বৈঠকের আগে রাজ্যের পূর্ণাঙ্গ প্রস্তুতির খতিয়ান তৈরি করা।
এবার দেশের সব রাজ্যের সিইওদের সামনে বিহারের অভিজ্ঞতা পেশ করা হবে। বিহারেই প্রথম SIR প্রক্রিয়া চালু হয়েছে। ভোটার তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ৬৪ লক্ষ নাম। বিতর্ক এখনও জারি থাকলেও, সুপ্রিম কোর্টের নির্দেশে খসড়া তালিকার সংশোধন প্রক্রিয়া চলছে। এই মডেলই তুলে ধরা হবে আগামী সপ্তাহের বৈঠকে। ফলে প্রশ্ন উঠছে, বিহারের পর এবার কি বাংলায়ও শুরু হবে একই প্রক্রিয়া?
সম্প্রতি দিল্লিতে সাংবাদিক বৈঠকে বাংলার SIR নিয়ে প্রশ্ন করা হলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছিলেন, এ বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে। এখন রাজ্যের টানা প্রস্তুতি দেখে সেই জল্পনা কার্যত বাস্তবায়নের পথে। বাংলার সিইওর অফিস জানাচ্ছে, খসড়া তালিকা সংশোধন থেকে শুরু করে ভোটার সংখ্যা, সবই তুলে ধরা হবে জাতীয় কমিশনের বৈঠকে।
আরও পড়ুনঃ ‘উড়িয়ে দেওয়া হবে মুম্বাই’, হুমকির বার্তা পেতেই নড়েচড়ে বসল প্রশাসন, নয়ডা থেকে গ্রেপ্তার প্রৌঢ়
অতএব, ১০ সেপ্টেম্বরের বৈঠক ঘিরে বাড়ছে আগ্রহ। বিহারের পথ ধরে কি বাংলাতেও শুরু হবে SIR? আপাতত সেই দিকেই তাকিয়ে রাজ্যের রাজনৈতিক মহল। কারণ ভোটার তালিকার খসড়া নিয়ে শুরু হওয়া যেকোনও বিতর্ক সরাসরি প্রভাব ফেলতে পারে আগামী ভোটের ছবিতে।