বাংলা হান্ট ডেস্ক: সামনেই পুজো। ইতিমধ্যে অনেকে টিকিট কেটে ফেলেছে পুজোয় ঘুরতে যাওয়ার জন্য। এবার ঘুরতে যাওয়ার কথা বললে সবার আগে মাথায় আসে দিঘা, পুরী অথবা দার্জিলিং এর কথা। তবে সেখানে এখন গেলে ভিড়। কিন্তু আপনি যদি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চান তাহলে আপনি যেতে পারেন এ রাজ্যেরই এমন একটি জায়গায়। যেখানে যেতে আপনার খুব বেশি হলে তিন ঘন্টা সময় লাগবে। এমনকি এখানে গেলে আপনার মন ভালো হয়ে যাবে। যে জায়গাটির কথা বলছি সেটি পুরুলিয়ার (Purulia) টুরগা জলধারা। এখানে গেলে আপনি চারপাশে অনুচ্চ-সবুজ পাহাড় ও নীল জলাশয়ের প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। তাহলে এবার পুজোয় আপনি ঘুরে আসতে পারেন এখানে।
দক্ষিণবঙ্গের লুকানো প্রাকৃতিক সৌন্দর্য কোন জেলায় মিলবে জানেন? (Purulia)
কমবেশি আমরা সকলে পুরুলিয়া (Purulia) গিয়েছি। পুরুলিয়া গেলে লাল মাটির পথের কথা মনে পড়ে। তবে এই লাল মাটির শহরের রয়েছে আরও একটি ভিন্ন রূপ। পুরুলিয়ার টুরগা জলপ্রপাতের নাম তো শুনেছেনই। এই জলপ্রপাতের চারপাশে রয়েছে অনুচ্চ সবুজ পাহাড়, মাঝে নীল জলাশয় ও তার চারপাশ দিয়ে রয়েছে সবুজ গালিচা।
বর্ষার মরশুমে টুরগা আরও যেন সতেজ হয়ে ওঠে। পাশাপাশি কদর বাড়ে এখানের জলধারার। আর এই জায়গাটাটি ঘুরতে এসে বহু ভ্রমণ পিপাসু মানুষ এখানে নাম রেখেছে ‘দক্ষিবঙ্গের পহেলগাম’। টুরগা গড়ে উঠেছে অযোধ্যা পাহাড়ের কোল বেয়ে। এটাও দলমা পাহাড়েরই অংশ। এর খুব কাছেই রয়েছে বাঘমুন্ডি পাহাড়। বর্ষাকাল এলে এই জলপ্রপাত নিজের এক অন্য রূপ তুলে ধরে।
আরও পড়ুন: ডায়েট ভেঙে নয়, পুজোর আগে ওজন কমাতে বানিয়ে ফেলুন ‘লেমন পেপার চিকেন’, রইল রেসিপি
কী ভাবে যাবেন, কোথায় থাকবেন?
এখানে যেতে গেলে দুই ভাবে যাওয়া যায়। এক ঝালদা হয়েও দ্বিতীয়ত সিরকাবাদ হয়ে। আপনি বাগমুন্ডি শহর থেকে অযোধ্যা হিল রোড ধরে পৌঁছে যেতে পারেন টুরগা। এখান থেকে দূরত্ব মাত্র দেড় কিলোমিটার। আবার হাওড়া থেকে আদ্রা- চক্রধরপুর এক্সপ্রেস ধরে পৌঁছে যান বীরভূম (Birbhum) স্টেশন। সেখান থেকে গাড়ি ভাড়া করে চলে আসুন বাঘমুন্ডি শহরে। এই জলপ্রপাতের (Waterfall) খুব কাছেই রয়েছে একটি বেসরকারি ক্যাম্প সাইট। সেখানে আপনি টেন্ট ভাড়া নিয়ে থাকতে পারেন। অথবা অযোধ্যা হিল টপে সরকারি গেস্ট হাউস রয়েছে। সেখানে কেউ আপনি থাকতে পারেন।
কোন কোন জায়গা দেখবেন?
এখানে ঘুরতে আসলে আপনি বহু জলপ্রপাত ও ড্যাম দেখতে পাবেন। তার মধ্যে অন্যতম হল, বামনি জলপ্রপাত, লহরিয়া ড্যাম, খয়রাবেড়া ড্যাম, মার্বেল লেক, মুরুগুমা ড্যামের মতো বিভিন্ন জায়গা। এর পাশাপাশি ঘুরে দেখতে পারেন চড়িদা গ্রাম। এই গ্রাম ছৌ মুখোশের জন্য বিখ্যাত।