ধামাকা অফার Jio-র, রিচার্জ প্ল্যানে মিলছে OTT ফ্রি ও 20GB বোনাস ডেটা, কপাল পুড়ল Airtel-Vi-এর

Updated on:

Updated on:

Jio 20GB more data customers excited about Jio's new plan

বাংলা হান্ট ডেস্ক: পুজোর আগে বড় অফার নিয়ে এল জিও (Jio)। আপনিও যদি জিওর গ্রাহক হন তাহলে আপনার জন্যও রয়েছে সুখবর। জিও এবার তার গ্রাহকদের জন্য দুর্দান্ত প্রিপেড প্ল্যান অফার করেছে। এই প্ল্যানে প্রতিদিন ডেটা সহ অতিরিক্ত ডেটা পাওয়া যাবে। তবে জিওর কাছে এর একাধিক অপশন রয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই নতুন অফারটি আনল জিও। এমনকি এই অফারের আওতায় জিওগ্রাহকরা পাবে তা না তিন দিনের আনলিমিটেড ডেটা। পাশাপাশি এক মাসের ফ্রি রিচার্জ।

প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে ফ্রি OTT ও 20GB ডেটা দিচ্ছে জিও (Jio)

কিছুদিন পর ৯ বছর পূর্ণ হতে চলেছে রিলায়েন্স জিওর (Jio)। প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে জিও তার গ্রাহকদের জন্য নিয়ে আসছে বড় অফার এই অফারের আওতায় জিও গ্রাহকেরা পাবেন টানা তিন দিন আনলিমিটেড ডাটা পাশাপাশি এক মাসের ফ্রি রিচার্জ।

 Jio 20GB more data customers excited about Jio's new plan

আরও পড়ুন: বহু চর্চিত মুভি ‘দ্য বেঙ্গল ফাইলস’ প্রথম দিন বক্স অফিসে কত কালেকশন করল জানেন?

প্রসঙ্গত এই অফারটি ইতিমধ্যে দেশের মোট ৫০ কোটি গ্রাহক পেতে চলেছেন। এছাড়াও জিও তাদের বার্ষিক উপলক্ষে ৫ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত সকল গ্রাহককে দেবে আনলিমিটেড ডেটা। এই অফারটি গ্রাহকদের প্ল্যানের ওপর নির্ভরশীল নয় কিন্তু। এর পাশাপাশি যাদের কাছে 5G স্মার্টফোন আছে তারা পাবেন আনলিমিটেড 5G ডাটা বিনামূল্যে।

পাশাপাশি যাদের কাছে 4G স্মার্ট ফোন আছে। তারা মাত্র ৩৯ টাকা অ্যাড করলে ওয়ান প্যাক কিনে দৈনিক ৩ জিবি ডাটা আনলিমিটেড 4G ডেটা উপভোগ করতে পারবেন।

এছাড়াও,৪৯৫ টাকার যা 28 দিনের ভ্যালিডিটি সহ আসে। এতে কোম্পানি প্রতিদিন 1.5 জিবি ডেটা দিচ্ছে। রিচার্জ প্ল্যানের সাথে 5জিবি অতিরিক্ত ডেটা পাওয়া যাবে। সাথে এতে আনলিমিটেড কলিং এবং 100 SMS ফ্রি দেওয়া হচ্ছে। কোম্পানি এই রিচার্জ প্ল্যানের সাথে অফার করছে জিও হটস্টার এর ফ্রি সাবস্ক্রিপশন।