বাংলাহান্ট ডেস্ক : ফের চরম বর্বরতার ঘটনায় ছড়াল চাঞ্চল্য। মাত্র ১১ বছরের নাবালিকা কিশোরীকে বারংবার ধর্ষণের (Rape) অভিযোগ উঠল বছর ৩১ এর যুবকের বিরুদ্ধে। লাগাতার ধর্ষণের জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ওই নাবালিকা। কিন্তু সন্তানের জন্ম দিলেও তাকে বাঁচিয়ে রাখা যায়নি। প্রসবের মাত্র আধঘন্টা পরেই মৃত্যু হয় সদ্যোজাত শিশুটির। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।
নাবালিকাকে বারবার ধর্ষণের (Rape) অভিযোগ বিবাহিত যুবকের বিরুদ্ধে
এই ঘটনা উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বরেলির। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত রশিদ নিজে দুই সন্তানের বাবা। নির্যাতিতা নাবালিকার দাদা জানান, ছয় সাত মাস আগে ফলের লোভ দেখিয়ে নাবালিকাকে (Minor Girl Rape) নিজের বাড়িতে নিয়ে যায় রশিদ। সেখানে তাকে একাধিক বার ধর্ষণ (Rape) করা হয় বলে অভিযোগ। এমনকি নাবালিকা যাতে তার সঙ্গে যৌন সম্পর্ক বজায় রাখে তার জন্য ব্ল্যাকমেলও করা হয় বলে অভিযোগ।
গ্রেফতার হয়েছে অভিযুক্ত: ৬ সেপ্টেম্বর গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত রশিদকে। নবাবগঞ্জ স্টেশন হাউস অফিসার জানান, গত শুক্রবার এফআইআর দায়ের করা হয় তার বিরুদ্ধে। সদ্যোজাতর ডিএনএ সংগ্রহ করা হয়েছে অভিযুক্তের সঙ্গে মেলানোর জন্য।
আরও পড়ুন : এবার পুজোয় ইলিশ দিয়ে পেটপুজো ‘কনফার্ম’, ৩০০ টনেরও চওড়া পেটির ইলিশ ঢুকছে বাজারে! কত করে কেজি?
কী অভিযোগ উঠেছে: গুরুতর অভিযোগ উঠেছে রশিদের বিরুদ্ধে। নির্যাতিতার দাদা জানান, ৪ ঠা সেপ্টেম্বর হঠাৎ নাবালিকার পেটে অসহ্য যন্ত্রণা শুরু হলে একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানেই ইউএসজির মাধ্যমে ধরা পড়ে, সাত মাসের অন্তঃসত্ত্বা সে! নাবালিকার দাদার অভিযোগ, ব্ল্যাকমেল করার জন্য ধর্ষণের (Rape) ভিডিও রেকর্ড করে রেখেছিল রশিদ। উপরন্তু কাউকে কিছু জানালে নাবালিকার পরিবারকে শেষ করে দেওয়ার হুমকিও দিয়ে রেখেছিল বলে অভিযোগ।
আরও পড়ুন : শেষ করতে দেওয়া হল না গান, লন্ডনে অরিজিতের শোতে যা কাণ্ড ঘটল… ক্ষোভে ফুঁসছেন ভক্তরা
জানা গিয়েছে, জেলা মহিলা হাসপাতালে সন্তানের জন্ম দেয় নির্যাতিতা। মাত্র সাত মাসেই জন্ম নেয় প্রিম্যাচিওর সন্তান। কিন্তু শিশুটিকে বাঁচানো যায়নি। প্রসবের আধ ঘন্টা পরেই মৃত্যু হয় তার। অত্যন্ত অল্প বয়স এবং রক্তক্ষরণের জেরে শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে নাবালিকা মায়েরও। তবে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এখন তার পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল।