ভারতীয়দের জন্য ধাক্কা! মার্কিন ভিসা নীতিতে বড় বদল

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা নীতিতে (USA Visa) বড় পরিবর্তন এনেছে, যা সরাসরি প্রভাব ফেলতে চলেছে ভারতীয়দের (Indians) উপর। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট সম্প্রতি নতুন নির্দেশিকা জারি করেছে, যা অবিলম্বে কার্যকর হয়েছে। নিয়ম অনুযায়ী, এখন থেকে ভারতীয় সহ সব অ-অভিবাসী ভিসা আবেদনকারীদের নিজেদের দেশ বা বৈধভাবে বসবাসরত দেশ থেকেই ভিসার ইন্টারভিউয়ের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এতদিন আবেদনকারীরা অপেক্ষার দীর্ঘ সময় এড়াতে অন্য দেশ—যেমন সিঙ্গাপুর, থাইল্যান্ড কিংবা জার্মানি থেকে ভিসার জন্য আবেদন করতেন। সেই সুযোগ আর থাকছে না।

মার্কিন ভিসা নীতিতে বড় বদল (USA Visa)

এই পদক্ষেপের ফলে বিশেষ করে বি১ (ব্যবসা) ও বি২ (পর্যটন) ভিসার (USA visa) আবেদনকারীরা ক্ষতিগ্রস্ত হবেন। যারা তাড়াহুড়ো করে মার্কিন যুক্তরাষ্ট্রে (United States) ভ্রমণ করতে চাইতেন, তারা আর অন্য দেশে গিয়ে দ্রুত অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন না। কেবলমাত্র ব্যতিক্রমী পরিস্থিতিতেই অন্য দেশের দূতাবাস বা কনস্যুলেটে আবেদন করার সুযোগ থাকবে। তবে আফগানিস্তান, কিউবা, শাদ, রাশিয়া ও ইরানের মতো কয়েকটি দেশের নাগরিকরা, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়মিত ভিসা কার্যক্রম নেই, এই নিয়মের বাইরে থাকবেন।

আরও পড়ুন:-পুজোর আগেই গুরুত্বপূর্ণ বৈঠক! কলকাতায় আসছেন মোদী-রাজনাথ-ডোভাল, সামনে এল দিনক্ষণ

বিশেষজ্ঞদের মতে, নতুন নিয়মে ভিসার (USA Visa) ব্যাকলগ আরও বাড়বে। বর্তমানে ভারতে ভিসার জন্য দীর্ঘ অপেক্ষার সময় রয়েছে। এ বছরের শুরুতে হায়দরাবাদ ও মুম্বাইয়ে ভিসার জন্য অপেক্ষা ছিল সাড়ে তিন থেকে পাঁচ মাস, কলকাতায় প্রায় পাঁচ মাস, আর চেন্নাইয়ে প্রায় নয় মাস। অতীতে, বিশেষ করে কোভিড-১৯ মহামারীর সময়ে, ভিসার জন্য অপেক্ষার সময় তিন বছর পর্যন্ত গড়িয়েছিল। তখন বহু আবেদনকারী অন্য দেশে গিয়ে ইন্টারভিউ দিতেন। ২০২১ সালে ভ্রমণ আবার শুরু হলে, জার্মানির ফ্রাঙ্কফর্ট মার্কিন দূতাবাস বিশেষ করে ভারতীয় আবেদনকারীদের জন্য বি১/বি২ ভিসার ইন্টারভিউয়ের ব্যবস্থা করেছিল। কারণ, তখন ভারতে (India) বি১/বি২ ভিসার অপেক্ষার সময় ছিল ১৫ থেকে ২০ মাস।

এর পাশাপাশি, ২ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে আরেকটি কঠোর নিয়ম। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ‘ইন্টারভিউ ওয়েভার প্রোগ্রাম’ বাতিল করেছে। এর ফলে এখন সমস্ত অ-অভিবাসী ভিসার (USA Visa) আবেদনকারীদের সশরীরে ইন্টারভিউয়ে উপস্থিত থাকা বাধ্যতামূলক। আগে যাঁদের ব্যক্তিগত সাক্ষাৎকারের প্রয়োজন ছিল না, তারাও এই নিয়মের আওতায় আসবেন। নতুন নীতির প্রভাবে এইচ, এল, এফ, এম, জে, ই এবং ও ক্যাটাগরির ভিসা ব্যাপকভাবে প্রভাবিত হবে। এমনকি ৭৯ বছরের বেশি বয়সী প্রবীণ কিংবা ১৪ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রেও সশরীরে ইন্টারভিউ বাধ্যতামূলক করা হয়েছে।

Big change in USA visa policy

আরও পড়ুন:-নাগরিকত্বের প্রমাণ হিসেবে বিবেচিত হবে আধার কার্ড? দ্বাদশ নথি হিসেবে স্বীকৃতি দিয়ে ঘোষণা সুপ্রিম কোর্টের

নতুন নিয়মে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য মূলত ভিসা (USA Visa) জটিলতার অপব্যবহার বন্ধ করা। তবে এর ফলে ভারতীয় আবেদনকারীদের উপর চাপ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। ইতিমধ্যেই দীর্ঘ অপেক্ষার কারণে অসুবিধায় ভুগছেন হাজার হাজার আবেদনকারী। তার উপর নতুন নিয়ম কার্যকর হওয়ায় দ্রুত ভিসা পাওয়ার সুযোগ আরও কমে যাবে। অনেকের মতে, মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে ব্যাকলগ নিরসনের বদলে ভিসা প্রক্রিয়াই আরও কঠিন হয়ে উঠবে।