বাংলাহান্ট ডেস্ক : একের পর এক অভিনেতা অভিনেত্রী কামব্যাক করছেন সিরিয়ালে (Serial)। স্টার জলসায় ইতিমধ্যেই নতুন দুটি সিরিয়াল শুরুর ঘোষণা হয়ে গিয়েছে। এর মধ্যে একটি ধারাবাহিকে কামব্যাক করেছেন অভিনেতা সৌরভ চক্রবর্তী। আসন্ন আরও দুটি সিরিয়ালে (Serial) ফিরছেন মধুমিতা সরকার এবং রণিতা দাস। এবার তালিকায় জুড়ল আরও এক নাম।
সিরিয়ালে (Serial) ফিরছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী?
সিরিয়াল (Serial), সিনেমা থেকে ওয়েব সিরিজ, তিন মাধ্যমেই নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। তবে টেলিভিশন (Serial) থেকে দীর্ঘদিন ধরেই দূরে রয়েছেন অভিনেত্রী। এবার ফেরার পালা। জল্পনা বলছে, স্টার জলসার পর্দাতেই নাকি আবার ফিরতে চলেছেন তিনি।
দীর্ঘদিন সিরিয়াল থেকে দূরে: কথা হচ্ছে অভিনেত্রী শোলাঙ্কি রায়ের বিষয়ে। শেষবার টেলিভিশনে (Serial) তাঁকে দেখা গিয়েছিল ‘গাঁটছড়া’ সিরিয়ালে। তবে সিরিয়ালের (Serial) মাঝেই সরে দাঁড়িয়েছিল তাঁর চরিত্র ‘খড়ি’। মাঝে বেশ কিছুদিন মুম্বইতেও কাটিয়েছেন তিনি। এবার ঘরে ফেরার পালা। যদিও গুঞ্জন তুঙ্গে উঠলেও এ বিষয়ে কোনও মন্তব্য করেননি শোলাঙ্কি।
আরও পড়ুন : নাগরিকত্বের প্রমাণ হিসেবে বিবেচিত হবে আধার কার্ড? দ্বাদশ নথি হিসেবে স্বীকৃতি দিয়ে ঘোষণা সুপ্রিম কোর্টের
কী বিষয়ে হবে নতুন সিরিয়াল: অবশ্য সংবাদ মাধ্যমের কাছে খবরে শিলমোহর দিয়েছেন গাঁটছড়ার প্রযোজক স্নিগ্ধা বসু। জানা গিয়েছে, অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের আওতায় আসছে নতুন সিরিয়াল (Serial)। সেখানে আবারও দুই বোনের গল্প উঠে আসবে বলে জানান প্রযোজক। তবে তাঁদের মধ্যে একজন শোলাঙ্কি হলেও অপরজন কে তা জানা যায়নি এখনও।
আরও পড়ুন : মৌলবাদীদের থোড়াই কেয়ার, পুজোর চারদিন জমিয়ে উদযাপন নুসরতের, ছেলেকেও দিচ্ছেন একই শিক্ষা
প্রসঙ্গত, আগামীতে আরও একটি ছবিতেও দেখা যাবে শোলাঙ্কিকে। সৌম্যজিত আদকের আসন্ন ছবিতে দেখা যাবে রাহুল সহ সৌম্য মুখোপাধ্যায়, শোলাঙ্কি রায় এবং শ্রীমা ভট্টাচার্য। বন্ধুত্ব এবং প্রেম নিয়ে তৈরি হচ্ছে ছবিটি।