বাংলা হান্ট ডেস্ক: সোমবার থেকে শুরু হয়েছে সারা রাজ্যের উচ্চমাধ্যমিকের প্রথম সেমিস্টারের পরীক্ষা (WBCHSE Exam)। এইবার সারা রাজ্যজুড়ে প্রায় ৫ হাজার পরীক্ষার্থী উপস্থিত হলো না উচ্চমাধ্যমিক প্রথম সেমিস্টারের পরীক্ষার দিনে। এই অনুপস্থিতির সার্বিকভাবে উচ্চমাধ্যমিকের অনুপস্থিতি থেকে কম বলে মনে করছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এরা সকলেই সাপ্লিমেন্টারির সুযোগ পাবে। আবার টেট বা এসএসসি পরীক্ষার ধাঁচে উচ্চ মাধ্যমিক ও সংরক্ষণ করা হবে ওএমআর শিটে। তবে প্রথম দিনে এত জন পরীক্ষার্থী না আসার বিষয়ে পরীক্ষা শেষে এই বিষয়ে বিশদে জানিয়েছেন শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।
উচ্চ মাধ্যমিক শুরুতেই পরীক্ষার্থী অনুপস্থিতি, কী বললেন সংসদ সভাপতি (WBCHSE Exam)
সোমবার থেকে উচ্চমাধ্যমিকের প্রথম সেমিস্টারের পরীক্ষা শুরু হয়েছে (WBCHSE Exam)। তবে জানা যায় এই দিন পরীক্ষা অনুপস্থিত ছিলেন ৫৮২৭ জন পরীক্ষার্থী। বাকি ৬৫৪১৭৩ এর মধ্যে হাসপাতাল থেকে পরীক্ষা দিয়েছে ১৪৩ জন। এছাড়াও বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীর সংখ্যা ছিল এই বছর ৪৯৭ জন। তাদের মধ্যে কলকাতার পড়ুয়ার সংখ্যা ২০৮ জন। এর পাশাপাশি চলতি বছরের সংশোধনাগার থেকে পরীক্ষা দিতে বসেছে ৩ জন পরীক্ষার্থী। অর্থাৎ সব মিলিয়ে উপস্থিতির হার ছিল ৯৯%।
আরও পড়ুন:পকেট হালকা হলেও শরীর ভরে শক্তিতে, ইলিশে লুকিয়ে আছে অমূল্য পুষ্টিগুণ চিকিৎসকদের মতামত
চলতি বছরের পরীক্ষার বিষয়ে উচ্চ মাধ্যমিক (Higher Secondary) শিক্ষা সংসদের দেওয়া তথ্য অনুযায়ী, এই বছর উত্তরবঙ্গের কেন্দ্রগুলিতে পরীক্ষার্থীর সংখ্যা ১,৩২১ জন পরীক্ষার্থী। এর পাশাপাশি বর্ধমান ও তার পার্শ্ববর্তী কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা যথাক্রমে ১৪৬৫ জন। মেদিনীপুর স্কুল গুলিতে ৬৬৮ জন পরীক্ষার্থী ও কলকাতার পরীক্ষা কেন্দ্রে ২৩৭৩ জন পরীক্ষার্থী পরীক্ষা দিতে আসেনি। এই বিষয়ে শিক্ষা সংসদ সভাপতি চিন্ময় ভট্টাচার্য জানান, এদের মধ্যে কারোর বছর নষ্ট হবে না। অনুপস্থিত পরীক্ষার্থীরা চাইলে নির্দিষ্ট সময়ে সাপ্লিমেন্টারি পরীক্ষায় বসতে পারবেন।
এছাড়াও শিক্ষা সংসদ সভাপতি জানান, চলতি বছরে প্রথম সেমিস্টার এ কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিতে আসেনি সেই সকল তথ্য অনলাইন অ্যাটেনডেন্স সিস্টেম পোর্টালের মারফত জানা গিয়েছে। পরীক্ষা কেন্দ্র থেকেই পরীক্ষার্থীদের তথ্য পাঠানো হয়েছে। তবে প্রথম দিনে এই কাজে কিছু প্রযুক্তিগত সমস্যা সম্মুখীন হয়েছে স্কুলগুলি। এই সমস্যা সম্মুখীনের বিষয় সভাপতির দাবি করেন, পরবর্তীকালে স্কুলগুলিকে যাতে এই সমস্যা পড়তে না হয় সেই বিষয়ে নজর রাখা হবে। পরীক্ষা শেষে স্কুলের আধিকারিকেরা বেলা ১২ টা থেকে ২ টোর মধ্যে ওই তথ্য অনলাইনে জমা দিতে পারবেন।
প্রসঙ্গত এর আগে বলা হয়েছিল, ৩১ অক্টোবরের মধ্যে উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টারের ফল প্রকাশ করা হবে। তবে সোমবার জানানো হয় এই ফল পাওয়া যাবে ৭২ ঘণ্টা পর ওএমআর শিটের স্ক্যান ইমেজ ওয়েবসাইট মারফত দেখার সুযোগ পাবে পরীক্ষার্থীরা। প্রযুক্তিগত সমস্যা এড়াতেই ফলাফল ও ওএমআর (OMR) শিট আলাদা আলাদা সময় আপলোড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান শিক্ষা সংসদ।
এছাড়াও প্রথম দিন পরীক্ষার বিষয়ে শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, সব জায়গায় শান্তিপূর্ণভাবে পরীক্ষা হয়েছে। এর পাশাপাশি পরীক্ষার্থীরা বাংলা প্রশ্ন নিয়ে খুশি এমনটাই খবর পাওয়া যাচ্ছে। তবে সকাল থেকে জানা যাচ্ছিল ও এম আর এ পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষার্থীদের কিছু সময় সমস্যার মুখে পড়তে হয়েছে। তবে পরীক্ষার্থীদের এই সমস্যার মুখে পড়ার বিষয় সংসদ সভাপতি বলেন, ওএমআর (OMR) শিট নিয়ে সমস্যা হতে পারে তা আঁচ করেই সমস্ত পরীক্ষা কেন্দ্রে ৫০ শতাংশ অতিরিক্ত ওএমআর (OMR) শিট পাঠানো হয়েছে। এছাড়াও প্রথম দিন পরীক্ষা কেন্দ্রে মোবাইল বা বৈদ্যুতিক সামগ্রিক নিয়ে ধরা পড়ার মতন কোন ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি।