‘গাড়ি ভর্তি ইলিশ চুরি’, এ কী চলছে ডায়মন্ডহারবারে? শুভেন্দু ভিডিও পোস্ট করতেই তোলপাড়

Published on:

Published on:

suvendu adhikari hilsa fish

বাংলা হান্ট ডেস্কঃ ইলিশ (Hilsa Fish) নিয়েও তোলাবাজি? সম্প্রতি এমনই অভিযোগ তুলে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কেবল অভিযোগই নয়, সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও শেয়ার করে শুভেন্দুর দাবি, ইলিশের গাড়ি আটক করে মন মত তোলা না পাওয়ায় সে গাড়ি ভর্তি ইলিশ বিক্রি করে দিচ্ছে মমতার পুলিশ। বিরোধী দলনেতা এই ভিডিও পোস্ট করতেই শোরগোল শুরু হয়েছে।

ইলিশ নিয়ে ভয়ঙ্কর অভিযোগ শুভেন্দুর | Suvendu Adhikari

সমাজমাধ্যমে ভিডিও পোস্ট করে শুভেন্দু লিখেছেন, “ডায়মণ্ড হারবার মডেল – তোলাবাজ পুলিশের ইলিশ চুরি !!!

মমতা পুলিশের তোলাবাজি দিনকে দিন দুর্নীতির নতুন শৃঙ্গ উত্তরণ করছে। সরকারি বেতনে অসন্তুষ্ট এই আদ্যোপান্ত দুর্নীতিগ্রস্ত তথাকথিত “আইন রক্ষক” এর দল নিজেরাই চৌর্যবৃত্তির পথ অবলম্বন করছে ! কি ভাবে এই চুরির সাম্রাজ্য বিস্তার করা যায় সেই পথ দেখায় ডাকাত সম্রাটের ডায়মণ্ড হারবার মডেল।”

শুভেন্দুর অভিযোগ, আইন রক্ষক পুলিশের এখন একটাই কাজ, তোলাবাজি। বিরোধী দলনেতা আরও লিখেছেন, “গত কিছুদিন যাবৎ ডায়মণ্ড হারবারে মাছের আড়ৎ থেকে ইলিশ মাছ কিনতে যাওয়া ছোটো ছোটো মাছ ব্যবসায়ীদের কাছ থেকে গাড়ি প্রতি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা তোলা তুলেছিলো মমতা পুলিশ। টাকা দিতে না পারলেই ছোটো ইলিশ সরবরাহ করার অজুহাতে মাছ ভর্তি গাড়ি আটাকে রাখা হচ্ছে ঘন্টার পর ঘন্টা।”

বিজেপি নেতার অভিযোগ, ডায়মন্ডহারবারের মাছের আড়ৎ থেকে যে সমস্ত ছোট ছোট মাছ ব্যবসায়ীরা ইলিশ মাছ কিনতে যান, তাদের গাড়ি থেকে প্রচুর তোলা নিচ্ছে পুলিশ। যদি পুলিশের দাবি মত কোনও মাছ ব্যবসায়ী টাকা দিতে না পারেন, তাহলে তাদের গাড়ি আটকে রাখা হয়।

শুভেন্দু লেখেন, “মগরা হাট থানার এক আধিকারিক সৈকত রায় তেমন ই একটি ইলিশ মাছ ভর্তি গাড়ি ধরেছিলেন। মাছ ব্যবসায়ীরা তার চাহিদা অনুযায়ী তোলা দিতে পারেননি। তারা দাবি করেন যে তারা ছোটো ইলিশ কেনেননি কিন্তু পুলিশ আধিকারিক সৈকত রায় সে কথায় কর্ণপাত না করে মাছ ভর্তি গাড়িটি আটক করেন। সারাটা দিন কেটে যাওয়ার পর যখন তিনি দেখেন যে ব্যবসায়ীদের কাছ থেকে তোলা পাওয়া যাবে না তখন বিকেলের দিকে তিনি নিজেই ডায়মণ্ড হারবারের নগেন্দ্র বাজার মাছের আড়ৎ-এ সেই আটক করা গাড়ির মাছ বিক্রি করতে যান এবং তখনই মাছ ব্যবসায়ীরা তাকে সেখানেই হাতে নাতে ধরে ফেলেন এবং তুমুল বিক্ষোভ দেখান। মাছ ব্যবসায়ীদের আরোও অভিযোগ যে দুই (সিনটেক্স) পেটি ভর্তি ইলিশ মাছ গাড়ি থেকে পুলিশ ইতিমধ্যেই চুরি করে সরিয়ে ফেলেছে ! ”

Suvendu Adhikari

ফেসবুকে পোস্ট দেখুন: https://www.facebook.com/share/v/1CRACmtJ2E/

আরও পড়ুন: সাইকেল মিস্ত্রি থেকে বালির ব্যবসা, তাঁর বাড়ি থেকেই লক্ষ লক্ষ টাকা উদ্ধার ED-র! জহিরুল আলি আসল পরিচয় কি?

রাজ্য সরকার ও পুলিশকে একযোগে তোপ দেগে শুভেন্দুর অভিযোগ, “মমতা বন্দ্যোপাধ্যায়ের বদান্যতায় এ রাজ্যের পুলিশ এখন ‘তোলাবাজ পুলিশ’ এর শিরোপা পেয়েছে। পুলিশ এখন আসামী, দুষ্কৃতীদের ধরার জন্য নয়, তোলাবাজির জন্যেই যেনো মোতায়েন করা হয়েছে। রাস্তায় যত্রতত্র ট্রাক বা ছোটো বাণিজ্যিক গাড়ি থেকে তোলা ওঠানোই এখন তাদের প্রধান কাজ।
এবার তোলাবাজির অর্থ দিতে সক্ষম না হলে গাড়িতে থাকা মাল চুরি করে বিক্রি করে দিচ্ছে ! এটাই ডায়মণ্ড হারবার মডেল। এই সরকার টাকে তাড়াতেই হবে, নচেৎ বাংলার জনগনকে আরো কি কি যে দেখতে হবে তা ঈশ্বর ই জানেন।”