বাংলাহান্ট ডেস্ক : মাসের পর মাস কাছে দেখা নেই মায়ের। মাত্র পাঁচ বছর বয়সী ছেলেকে দূরে থাকতে হয় মায়ের থেকে। সেই ক্ষোভ, অভিমান থেকে সটান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই (Mamata Banerjee) চিঠি লিখে বসল খুদে। ‘মমতা দিদুন’ বলে সম্বোধন করে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি লিখেছে বছর পাঁচের ঐতিহ্য দাশ। মাকে তাড়াতাড়ি বাড়ি পাঠালে আবার চিঠি লিখবে বলেও জানিয়েছে খুদে।
মুখ্যমন্ত্রী মমতাকে (Mamata Banerjee) চিঠি লিখল পাঁচ বছরের খুদে
উত্তর দিনাজপুরের রহমতপুর এফপি প্রাথমিক স্কুলের শিক্ষিকা ঐতিহ্যের মা স্বাগতা পাইন। ছেলের যখন দু বছর বয়স, তখনই চাকরি পান তিনি। প্রথমে ঐতিহ্যকে সঙ্গে করেই নিয়ে গিয়েছিলেন মা স্বাগতা। কিন্তু সেখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে না পারায় ফের আসানসোলে কর্মরত বাবার কাছে ফিরে যায় সে। বর্তমানে দাদু আর বাবার সঙ্গে থাকে ঐতিহ্য। কিন্তু মাকে কাছে না পেয়ে খুদে মনে জমেছে মন খারাপের পাহাড়। তারপরেই সটান মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) চিঠি।
কী লেখা চিঠিতে: মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) ‘মমতা দিদুন’ বলে সম্বোধন করে খুদের খোলা চিঠি, ‘আমার খুব কষ্ট পায় মাকে ছাড়া। আমি মাকে খুব ভালোবাসি। মাকে যদি তাড়াতাড়ি বাড়ি পাঠাও, তবে আমি আবার তোমাকে ধন্যবাদ জানিয়ে চিঠি লিখব’। ছেলের কাণ্ডে অবাক মা স্বাগতা। তিনি জানান, ঐতিহ্যকে কেউই চিঠি লেখা শেখায়নি। তাঁদের নিয়মিত আবেদনপত্র লিখতে দেখেই সম্ভবত খুদে মনে এমন ভাবনা এসেছে।
আরও পড়ুন : মাঝপথে সিরিয়াল ছেড়ে মুম্বই পাড়ি, জলসার নতুন মেগায় ফিরছেন TRP কাঁপানো নায়িকা!
আগেও জানানো হয়েছে আবেদন: স্বাগতা জানান, ২০২১ সালের বিজ্ঞপ্তির ভিত্তিতে যে শিক্ষকরা নিয়োগ পেয়েছেন তাঁদের বেশিরভাগেরই বাড়ি থেকে দূরে কর্মস্থল। মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) বারবার বদলির জন্য আবেদন করা হলেও কোনও লাভ হয়নি। মায়ের আবেদন গৃহীত হয়নি। ছেলের চিঠি কি আদৌ পৌঁছাবে মুখ্যমন্ত্রীর কাছে? উত্তর অজানা হলেও এই চিঠি কোনও প্রভাব ফেলে কিনা সেটাই দেখার।
আরও পড়ুন : সাইকেল মিস্ত্রি থেকে বালির ব্যবসা, তাঁর বাড়ি থেকেই লক্ষ লক্ষ টাকা উদ্ধার ED-র! জহিরুল আলি আসল পরিচয় কি?
প্রসঙ্গত, আজই উত্তরবঙ্গ সফরে যাওয়ার কথা রয়েছে মমতার। সূত্রের খবর, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা সফর করে সমস্যাগুলি নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সমাজকল্যাণমূলক কর্মসূচিও এই সফরে থাকবে বলে জানা যাচ্ছে।