বাংলা হান্ট ডেস্ক: বাদাম পাহাড়, আচ্ছা এই নামটা শুনলে মনের ভেতর কেমন কৌতূহল জাগে না! মনে প্রশ্ন আছে সত্যি কি এমন কোন পর্যটন কেন্দ্র রয়েছে? রয়েছে এমনই একটি পর্যটন কেন্দ্র। কিন্তু ভারতীয় রেল স্টেশনের তালিকায় খুঁজতে বসলে এই জায়গা খুঁজে পাবেন না। তবে শুধু এমন নামের স্পেশাল নেই বলে জায়গাটা যে সুন্দর নয় তা কিন্তু নয়। মূলত বাদামপাহাড় যেতে গেলে আপনাকে টাটানগর স্পেশাল নামতে হবে। এটি ঝাড়খন্ড পার করে ওড়িষ্যার (Odisha) কাছাকাছি অবস্থিত। পুজোর আগে চাইলে আপনি সপ্তাহের শেষে দুদিনের জন্য প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে এখানে ঘুরতে যেতে পারেন।
প্রকৃতির টানে ‘বাদামপাহাড়’ কলকাতা থেকে গাড়িতে ঝটপট ভ্রমণ (Odisha)
যেখানে পুজো ঘাড়ের কাছে শ্বাস ফেলছে। ইতিমধ্যে অনেকে কোথায় ঘুরতে যাবে সেই প্ল্যান রেডি করে ফেলেছে। তবে প্ল্যান ছাড়া ঘুরতে যাওয়ার মজাই আলাদা। প্রতিদিনে ব্যস্ততার জীবন থেকে দুদিন যদি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চান তাহলে ঘুরতে যেতে পারেন বাদাম পাহাড়ে। এটি ওড়িষ্যার (Odisha) কাছাকাছি অবস্থিত। অফিস শেষে পরিবার, প্রিয়জন বা বন্ধুবান্ধব কে নিয়ে এখানে একবার ঘুরে যেতে পারেন।
আরও পড়ুন:ইলিশের সিজনে চিংড়ি ডালনা ভোজনের এক অন্যরকম স্বাদ, রইল সম্পূর্ণ রেসিপি
এখানে আপনি গাড়ি ভাড়া করে অথবা টাটানগর নেমে সেখান থেকে ট্রেনে করে যাওয়া যায়। বাদাম পাহাড়ে নেমে গাড়ি নিয়ে সোজা চারপাশটা ঘুরে ফেলতে পারেন। বাদাম পাহার শুরু হচ্ছে ঝাড়খণ্ড পার করে। কিছুটা উড়িষ্যার কাছাকাছি পড়ছে এই জায়গাটি।
এই রাজ্যটি ময়ূরভঞ্জ জেলা অবস্থিত। এছাড়াও এখানে গেলে আপনি ছোটনাগপুর মালভূমি অংশ কিছুটা পাবেন। সেইখানে আপনি পাকা সড়ক থেকে শুরু করে রাত কাটানোর জন্য হোটেল পাবেন। এছাড়াও এখানে আসলে আপনি একদিকে যেমন অজস্র জলধারা দেখতে পাবেন তেমনই এখানের গাছ পালা ঘেরা পরিবেশ উপভোগ করতে পারবেন।
এখানে ঘুরতে আসলে আপনি ওড়িশার বন দফতরের বাংলো আছে। সেখানে আপনি থাকতে পারেন। এছাড়াও, আপনি যদি পায়ে হেঁটে এক্সপ্লোর করতে পছন্দ করেন, তাহলে বাদামপাহাড়ই ভ্রমণের মূল লক্ষ্য আপনি পাবেন।