কত দামে বাজারে আসছে iPhone 17 সিরিজ? প্রকাশিত হল লেটেস্ট আপডেট

Published on:

Published on:

Apple Event iPhone 17 series price leaked how much will it cost to buy in India

বাংলা হান্ট ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান শেষ। অবশেষে আজ অর্থাৎ ৯.৯.২০২৫ মঙ্গলবার অ্যাপেল ইভেন্টে (Apple Event) লঞ্চ হতে চলেছে বহু প্রতীক্ষিত আইফোনের নতুন সিরিজ আইফোন ১৭। iphone প্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান আজ ঘটল বলা যেতেই পারে। আজকের ইভেন্টে একঝাঁক নতুন ডিভাইস উন্মোচন হতে চলেছে। এই ইভেন্টে নতুন iphone 7 সিরিজের পাশাপাশি থাকবে অ্যাপেল ওয়াচ ও ওয়াচ আলট্রা-র নতুন জেনারেশন।।

iPhone 17 সিরিজের দাম ফাঁস, ভারতে কত খরচ হবে কিনতে? (Apple Event)

প্রতিবছর অ্যাপেল তাদের নতুন প্রজন্মের আইফোন লঞ্চ করে প্রযুক্তির দুনিয়ায় ঝড় তোলে (Apple Event)। চলতি বছর ও তার ব্যতিক্রম হয়নি। এই বছর সব থেকে বহু আলোচিত মডেল অর্থাৎ iphone 17 সিরিজ আজ অর্থাৎ ৯ সেপ্টেম্বর রিলিজ হতে চলেছে। সূত্রের খবর এই ফোনটি শুধুমাত্র ডিজাইনের দিক থেকে নয় এতে বিশ্বের সবথেকে পাতলা আইফোন (iPhone) হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছ (Apple Event)।

Apple Event iPhone 17 series price leaked how much will it cost to buy in India

আরও পড়ুন: RRB Group D পরীক্ষার দিনক্ষণ প্রকাশ, সিটি স্লিপ ও অ্যাডমিট কার্ড নিয়ে কী জানাল বোর্ড

জানা যায়, iPhone 17 Air-কে বলা হচ্ছে ‘শো-স্টপার’। মাত্র ৫.৫ মিমি পুরু এই ফোন হবে এখন পর্যন্ত অ্যাপলের সবচেয়ে স্লিম iPhone। ওজন প্রায় ১৪৫ গ্রাম হতে পারে। এতে থাকবে ৬.৬ ইঞ্চি OLED ডিসপ্লে যার সঙ্গে থাকছে 120Hz প্রোমোশন রিফ্রেশ রেট এবং Always-On ডিসপ্লে ফিচার। আর অ্যাপলের এই গ্র্যান্ড ইভেন্ট আজ অর্থাৎ মঙ্গলবার রাত ১০টা ৩০ মিনিট থেকে শুরু হবে। অফিসিয়াল ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং অ্যাপলের ইউটিউব চ্যানেলে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে ইভেন্ট দেখা যাবে। পাশাপাশি, সংস্থা iOS 26-এর রোলআউট সম্পর্কেও বড় ঘোষণা করতে পারে (Apple Event)।

এই ফোনটির ৪ টি নতুন মডেল আনতে চলেছে অ্যাপেল (Apple)। তবে এবারের স্বাদ বদলে যাচ্ছে প্লাস মডেল এ। তার বদলে আসছে iphone 7air। যা হবে অ্যাপেলের তৈরি এখনও পর্যন্ত সব থেকে পাতলা iphone। এছাড়াও লাইন আপে থাকবে, iPhone 17, iPhone 17 Air, iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max। iPhone 17-এর ডিজাইন অনেকটাই গত বছরের iPhone 16-এর মতো হবে, তবে Pro মডেল ও Air মডেলের ডিজাইনে বড়সড় পরিবর্তন আসতে পারে বলে সূত্রের খবর।

লঞ্চের আগে দাম ফাঁস!

নতুন ফোনটি লঞ্চের আগে বিভিন্ন তথ্য ফাঁস হয়েছে। জানা গিয়েছে গত বছরের তুলনায় নতুন ফোনটির (iPhone 17 Series) সিরিজ প্রায় ৫০ ডলার বা ৪,০০০ টাকা বেশি দামে বাজারে আসতে চলেছে। এই নতুন ফোন (Phone) নিয়ে নানান টেকনোলজি প্রেমীরা একটি প্রারম্ভিক দামের আন্দাজ করেছে তার নিচে আলোচনা করা হল। সম্ভাব্য, iPhone 17: 84,900 টাকা, iPhone 17 Air: 1,09,900 টাকা ,iPhone 17 Pro: 1,24,900 টাকা ,iPhone 17 Pro, Max: 1,64,900 টাকা হতে পারে।

এছাড়াও এই নতুন ফোনে (Phone) সিরিজে থাকবে একটি ৪৮ মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা থাকতে পারে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে থাকবে ২৪ মেগাপিক্সেল ক্যামেরা। এর পাশাপাশি ১২০Hz রিফ্রেশ রেটসহ OLED ডিসপ্লে, আরও উন্নত প্রসেসর এবং আপগ্রেডেড ক্যামেরা (Camera)।