বাংলাহান্ট ডেস্ক : স্কুলে পড়ার সময় থেকেই কলেজ জীবন নিয়ে থাকে আমাদের নানান স্বপ্ন। কারোর কারোর স্বপ্ন থাকে নিজের বাইক বা গাড়ি করে কলেজে যাওয়ার। আবার যাদের একটু দূরে কলেজ, তারা যাতায়াতের জন্য বেছে নেন বাস, অটো কিংবা ট্রেনকে। তবে বিমানে করে কেউ যে কলেজ যেতে পারে তা কি আপনি কখনো স্বপ্নেও ভেবেছেন?
অবিশ্বাস্য লাগলেও এমনটাই সত্যি। সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। এই ভিডিওতে একটি কলেজ ছাত্র বলছে যে সে কলেজ যাওয়ার জন্য বেছে নিয়েছে বিমানকে। এত গাড়ি থাকতে কেন বিমান বেছে নিতে হল তাকে? এর নেপথ্যের কারণ জানতে হলে পড়তে হবে এই প্রতিবেদনটি। কানাডার ক্যালগারির একজন কানাডিয়ান শিল্প শিক্ষার্থী এই ছাত্র। ভ্যাঙ্কুভারে এই ছাত্রের কলেজ।
আরোও পড়ুন : পর্যটকদের জন্য নয়া ধামাকা! দার্জিলিং হোক বা পুরী, এবার সফর হবে আরোও মজার, বড় আপডেট রেলের
তবে অনেকেই হয়ত জানেন যে ভ্যাঙ্কুভার অত্যন্ত ব্যয়বহুল একটি জায়গা। এখানের বাড়ি ভাড়া অত্যন্ত বেশি। তাই বাড়ি ভাড়া থেকে বাঁচার জন্য এই ছাত্র বিমানে করে বাড়ি থেকে কলেজ যাতায়াত করেন। প্রতি রাউন্ড-ট্রিপ ফ্লাইটে প্রায় $150 খরচ হয় এই ছাত্রের ক্যালগারি থেকে ভ্যাঙ্কুভারে যাওয়ার জন্য। সপ্তাহে দুদিন এই ছাত্র কলেজ যান।
A student from Canada gets to his studies by airplane to avoid rent
byu/Fishyraven inDamnthatsinteresting
কলেজে যাওয়ার বিমান ভাড়া বাবদ এই ছাত্রকে প্রতি মাসে খরচ করতে হয় প্রায় $1200 (প্রায় 1 লাখ টাকা)। ভাইরাল হওয়া ভিডিওতে এই ছাত্রকে বলতে শোনা গেছে, সে যদি ভ্যাঙ্কুভারে থাকত, তাহলে তাকে বাড়ি ভাড়ার জন্য প্রতি মাসে $2500 খরচ করতে হত। তাই সে প্রতিদিন কলেজে না গিয়ে সপ্তাহে দুদিন করে কলেজে যায়। আর এই সপ্তাহে দুদিনের অর্থাৎ মাসে প্রায় ৮ দিনের বিমান খরচা ভ্যাঙ্কুভারে বাড়ি ভাড়ার চেয়ে অনেক কম।