দীর্ঘদিনের অপেক্ষা শেষ, শুরু হতে চলেছে চিংড়িঘাটায় মেট্রোর কাজ, কবে থেকে?

Published on:

Published on:

Kolkata Metro Orange Line set to resume work at Chingrighata

বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘ প্রতীক্ষার পর কলকাতার অরেঞ্জ লাইন মেট্রো (Kolkata Metro) প্রকল্পে আলো দেখা দিয়েছে। নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত লাইনের কাজ প্রায় শেষ হলেও চিংড়িঘাটার ৩৬৬ মিটার অসমাপ্ত অংশ পুরো প্রকল্পকে আটকে রেখেছিল। এবার মেট্রো কর্তৃপক্ষ সেই জট কাটাতে প্রস্তুতি শুরু করেছে।

অরেঞ্জ লাইন মেট্রো (Kolkata Metro) নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে মেট্রো ভবনের গুরুত্বপূর্ণ বৈঠক

মঙ্গলবার দুপুরে কলকাতা হাই কোর্টের নির্দেশে মেট্রো ভবনে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মেট্রো রেল, রেল বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল), কেএমডিএ এবং কলকাতা ও বিধাননগর পুলিশ কমিশনারেটের প্রতিনিধিরা। বৈঠকে নভেম্বরের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে শুক্র, শনি ও রবিবার ট্রাফিক ব্লক নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মূল লক্ষ্য হিসেবে চিংড়িঘাটার অসমাপ্ত অংশের কাজ (Kolkata Metro) সম্পূর্ণ করার কথা হয়েছে। আরভিএনএল কর্মকর্তারা আশা করছেন, এই সময়ে কাজ শেষ হলে নিউ গড়িয়া থেকে জয়হিন্দ মেট্রো স্টেশন পর্যন্ত পরিষেবা চালু করা সম্ভব হবে। কাজ চলাকালীন বিকল্প পথে যান চলাচলের পরিকল্পনাও তৈরি হয়েছে।

বৈঠকে গৌরকিশোর ঘোষ মেট্রো স্টেশন চালুর বিষয়ও আলোচনা হয়, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। চিংড়িঘাটা আন্ডারপাস তৈরির প্রসঙ্গও আলোচিত হলেও বিশেষ অগ্রগতি নেই। আপাতত কর্তৃপক্ষের প্রধান লক্ষ্য এই জট কাটানো, কারণ এই অংশ (Kolkata Metro) না হলে পুরো প্রকল্প কার্যকর হতে পারবে না।

Kolkata Metro Orange Line set to resume work at Chingrighata

আরও পড়ুনঃ চপ-সিঙাড়া থেকে বিরিয়ানি, এখন থেকে মিলবে বন্দিদের হাতের রান্না, শুরু হল রাজ্যের ‘অভিন্ন’ উদ্যোগ

নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত অরেঞ্জ লাইন (Kolkata Metro) চালু হলে শহরের দক্ষিণ থেকে উত্তর-পূর্বে যাতায়াত অনেক সহজ হবে। মেট্রো কর্তৃপক্ষ আশা করছেন, নভেম্বরের মধ্যেই এই দীর্ঘ প্রতীক্ষিত প্রকল্পের গতি ফেরানো সম্ভব হবে।