৩০ হাজার কোটির সম্পত্তি ভাগের লড়াই, করিশ্মা কপূরের সন্তানদের মামলা হাইকোর্টে

Published on:

Published on:

Karisma Kapoor children file petition in Delhi High Court seeking share in ex-husband's property

বাংলা হান্ট ডেস্ক: সঞ্জয় কাপুরের মৃত্যুর পর থেকে তার সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদ লেগেই রয়েছে। মৃত সঞ্জয় কাপুরের সম্পত্তি কে পাবে? অথবা কে হবেন এর উত্তরাধিকার তা নিয়ে নাকি গোল বেঁধেছে কাপুরদের অন্দরমহলে। সূত্রের খবর, করিশ্মা কাপুরের (KarismaKapoor) সঙ্গে বিবাহ বিচ্ছেদের সময় ৭০ কোটি টাকা খরপোষ নেওয়ায় এই সম্পত্তির কানা করিও পাবেন না তিনি। তাহলে সোনা কমস্টার কোম্পানির মালিকানা এবং এই বিপুল অর্থের পরিমাণের সম্পত্তি কে হবেন সেই বিষয়ে শোনা গিয়েছিল সঞ্জয়ের মা রাণী কাপুর ও স্ত্রী প্রিয়া কাপুরের নাম। তবে এবার বাবার সম্পত্তির ভাগ চেয়ে সৎ মায়ের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দারস্ত হয়েছে করিশ্মা কাপুরের দুই সন্তান সামাইরা ও কিয়ান।

দিল্লি হাইকোর্টে আবেদন, প্রাক্তন স্বামীর সম্পত্তিতে অংশ চাচ্ছেন করিশ্মা কপূরের সন্তানরা (Karisma Kapoor)

শিল্পপতির সঞ্জয় কাপুরের তৃতীয় স্ত্রী অর্থাৎ প্রিয়া কাপুর বিরুদ্ধে একটি দেওয়ানি মামলা করা হয়েছে। যেখানে করিশ্মা কাপুরের (Karishma Kapoor) সন্তানরা অভিযোগ জানিয়েছেন, প্রিয়া কাপুর তাদের বাবার সম্পত্তির ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ পেতে উইল জাল করার চেষ্টা করছেন। তাই আইনি অভিভাবক হিসাবে মায়ের মাধ্যমে সম্পত্তি বিভাজন ও আসামির বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন তারা।

Karisma Kapoor children file petition in Delhi High Court seeking share in ex-husband's property

আরও পড়ুন: গ্রিলের ঝঞ্ঝাট ছাড়াই,স্মোকড চিকেনের স্বাদ মিস হবে না ঘরেই বানান এই সহজ রেসিপি…

মামলায় কী অভিযোগ করা হয়েছে?

এই মামলায় সঞ্জয় কাপুর ও করিশ্মা কাপুরের (Karisma Kapoor) সন্তানরা অভিযোগ জানিয়েছেন, তাদের বাবার মৃত্যুর পর থেকে সম্পত্তির পরিমাণ কত ছিল সেই বিষয়ে তাদের কাছে সম্পূর্ণ কোন তথ্য নেই। করিশ্মার (Karishma Kapoor) সন্তানদের অভিযোগ, প্রিয়া কাপুর তাদের বাবার বর্তমান সম্পত্তির বিষয়ে সমস্ত কিছু জানেন। সবকিছু জানার পরও গোপন করে সম্পূর্ণ করছেন।

প্রসঙ্গত, আচমকাই গত ১২ জুন মৃত্যুহয় শিল্পপতি সঞ্জয় কাপুরের। করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী হিসেবে কয়েকবার চর্চার শিরোনামে উঠে আসেন তিনি। তবে জানা যায়, ২০১৬ সালে কারিশমা কাপুরের সঙ্গে ডিভোর্স হয় সঞ্জয় কাপুরের। এমনকি সঞ্জয় কাপুরের একাধিক প্রেম, বিয়ে থেকে বিলাসবহুল জীবনযাপনের জন্য তিনি বরাবর চর্চার শিরোনামের ঠাঁই পেয়েছেন। যদিও ওই বিবাহ ভাঙার পর করিশ্মা তার বিরুদ্ধে গার্হস্থ হিংসার অভিযোগ এনেছিলেন। শোনা যায় মধুচন্দ্রিমাতে গিয়ে নাকি করিশ্মাকে এক রাতের জন্য বন্ধুর কাছে নিলামে তুলে দিয়েছিলেন সঞ্জয় (Sanjay Kapoor)। এমনকি ডিভোর্সের সময় মোটা অংকের খরপোশ নিয়েছেন কাপুর কন্যা (Karisma Kapoor)।