রাঁচিতে গ্রেপ্তার আইএসের সন্দেহভাজন জঙ্গি, দেশজুড়ে সতর্কতা

Published on:

Published on:

ISIS suspect arrested in Ranchi

বাংলা হান্ট ডেস্কঃ দেশে সন্ত্রাসের ছোবল ঠেকাতে সক্রিয় ঝাড়খণ্ড ও দিল্লি পুলিশ। সম্প্রতি তাঁরা রাঁচি (Ranchi) থেকে এক সন্দেহভাজন ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিকে গ্রেপ্তার করেছে। তদন্তকারীরা মনে করছেন, দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস ছড়ানোর উদ্দেশ্য নিয়ে কাজ করছিল ওই ধৃত জঙ্গি।

রাঁচিতে (Ranchi) ধৃত জঙ্গির থেকে উদ্ধার একাধিক বৈদ্যুতিন যন্ত্র এবং গুরুত্বপূর্ণ নথি

বুধবার ঝাড়খণ্ড পুলিশ এবং দিল্লি পুলিশের যৌথ অভিযানে আসহার দানিশ নামে ওই সন্দেহভাজন জঙ্গিকে রাঁচি (Ranchi) থেকে গ্রেপ্তার করা হয়। অভিযানে তার কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক বৈদ্যুতিন যন্ত্র এবং গুরুত্বপূর্ণ নথিপত্র, যা অনুসন্ধানকে নতুন মাত্রা দিয়েছে।

সূত্রের খবর, দানিশের বিরুদ্ধে দিল্লিতে মামলা দায়ের করা হয়েছিল। সেক্ষেত্রে দিল্লি পুলিশের স্পেশাল সেল তাকে খুঁজছিল। গ্রেপ্তারের পর দানিশকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া, স্পেশাল সেল এবং কেন্দ্রীয় সংস্থার যৌথ অভিযানে আফতাব নামে আরও এক আইএস সন্দেহভাজনকে দিল্লি থেকে গ্রেপ্তার করা হয়েছে। সুত্রের খবর অনুযায়ী, ভারতে এই সন্দেহে ৮টি স্থানে অভিযান চালানো হয়েছিল। এতে প্রায় ৮ জন সন্দেহভাজনকে পুলিশের হেফাজতে আনা হয়। এদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে।

আইএসআইএসের জঙ্গিরা ধীরে ধীরে ঘাঁটি তৈরি করছে। হামলার পর একাধিক অভিযান চালিয়ে জঙ্গি নিধন করা হচ্ছে। শেষ কোথায় অপারেশন শেষ হবে তা এখনও অনিশ্চিত। তবে সন্ত্রাসের সঙ্গে লড়াইয়ে সতর্ক ভারত।

রাঁচি (Ranchi) থেকে এই আইএস জঙ্গি গ্রেপ্তারের পর দেশজুড়ে সতর্কতা জোরদার করা হয়েছে। বিমানবন্দর, রেলস্টেশন এবং বড় জনসমাগমস্থলগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। তথ্য অনুযায়ী, পাকিস্তান ও বাংলাদেশ সীমান্ত দিয়ে অনেক জঙ্গি ভারতে প্রবেশ করছে, কেউ সরকারি চাকরিতেও নিয়োজিত। দুর্গাপূজার মরশুমে জাল নোট ছড়িয়ে ভারতীয় অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করতে পারে আইএস বলে মনে করা হচ্ছে।

IS suspect arrested in Ranchi

আরও পড়ুনঃ দীর্ঘদিনের অপেক্ষা শেষ, শুরু হতে চলেছে চিংড়িঘাটায় মেট্রোর কাজ, কবে থেকে?

রাঁচি (Ranchi) থেকে এই গ্রেপ্তারের মাধ্যমে ভারতীয় নিরাপত্তা সংস্থা দেশের নিরাপত্তা আরও শক্তিশালীভাবে নজরদারি চালাতে সক্ষম হচ্ছে। তদন্তের ফলে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস ছড়ানো রোধ করা যাবে বলে মনে করা হচ্ছে।