বাংলা হান্ট ডেস্ক: ভ্রমণ পিপাসু মানুষদের জন্য সুখবর। এবার ভারতীয় (Indian Railway) রেলের তরফ থেকে গৌরব পর্যটক প্রকল্পের আওতায় নভেম্বর মাসের শুরু হচ্ছে এক অনন্য আধ্যাত্মিক সফর। এই সফরে একসঙ্গে আপনি ৭ টি জ্যোতির্লিঙ্গ দর্শনে সুযোগ পাবেন। এমনকি এখানে ঘুরতে যাওয়ার প্যাকেজ শুরু হচ্ছে ২৪১০০ টাকা। মোট ১২ দিন ঘুরতে পারবেন। একই সঙ্গে এখানে আরাম ও ঐতিহ্যের অভিজ্ঞতা মিলবে। এর পাশাপাশি ভারতের গৌরবের পর্যটক ট্রেনের নতুন পালক জুড়বে।
রেলের নতুন অফার, কম খরচেই দর্শন সম্ভব ৭ জ্যোতির্লিঙ্গের (Indian Railway)
ইন্ডিয়ান রেলওয়ে (Indian Railway) এবার এক অন্য ধরনের প্যাকেজ চালু করতে চলেছে। যে এই প্যাকেজে আপনি ৭ টি জ্যোতির্লিঙ্গ দর্শন করতে পারবেন। এই প্যাকেজে আপনার থাকা খাওয়া এবং যাবতীয় সবকিছুই ফ্রি। সূত্রের খবর, আইআরসিটিসি এই ট্যুর প্যাকেজ এর নাম দিয়েছে ‘উজ্জয়ন-ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ’।
এই প্যাকেজে আপনি মোট ৭টি জ্যোতির্লিঙ্গের মন্দির দর্শন করতে পারবেন। এছাড়াও এর ভ্রমণ শুরু হবে আগামী ১৮ নভেম্বর যোগ সিটি ঋষিকেশ রেলস্টেশন থেকে। এই সফর শেষ হবে ২৯ নভেম্বর। তবে ঋষিকেশ ছাড়াও হরিদ্বার, লখনউ, কানপুর সব বিভিন্ন স্টেশন থেকে যাত্রীরা উঠতে পারবেন। এই বিশেষ ট্রেনটি মোট ৭৬৭ জনযাত্রীকে নিয়ে যাত্রা শুরু করবেন।
আরও পড়ুন: ৩০ হাজার কোটির সম্পত্তি ভাগের লড়াই, করিশ্মা কপূরের সন্তানদের মামলা হাইকোর্টে
এই বিশেষ ট্রেনে কোন কোন জ্যোতির্লিঙ্গ দেখতে পারবেন?
এই বিশেষ ট্রেনে করে যে সমস্ত তীর্থস্থান গুলো আপনি দেখতে পারবেন সেগুলোর নিচে বলা হল।
ওমকারেশ্বর
মহাকালেশ্বর
নাগেশ্বর
সোমনাথ
ত্র্যম্বকেশ্বর
ভীমশঙ্কর
ঘৃশ্নেশ্বর
ভাড়া কত পড়ছে ও প্যাকেজে কি কি থাকছে?
ভ্রমণ প্যাকেজ এর ভাড়া, নির্ধারণ করা হয়েছে যাত্রীদের আরাম ও সুবিধার কথা মাথায় রেখে। তাই এই ভ্রমণ তিন ধরনের ভাড়া রাখা হয়েছে, যা নিচে আলোচনা করা হল।
কমফোর্ট (2AC): জন প্রতি ৫৪,৩৯০ টাকা
স্ট্যান্ডার্ড (3AC): জন প্রতি ৪০,৮৯০ টাকা
ইকনমি (স্লিপার): জন প্রতি ২৪,১০০ টাকা
এছাড়াও এই প্যাকেজের মধ্যে আপনি পাচ্ছেন-
ট্রেন যাত্রা
বাজেট হোটেলে রাত্রি যাপন
বাজেট হোটেলে ‘ওয়াশ অ্যান্ড চেঞ্জ’ সুবিধা
সকালের চা, প্রাতঃরাশ, মধ্যাহ্নভোজন ও রাতের খাবার (শুধুমাত্র নিরামিষ)
পেশাদার ট্যুর ম্যানেজার এবং ট্যুর এসকর্টস
সমস্ত প্রযোজ্য কর
ভ্রমণ বিমা
কী ভাবে বুকিং করবেন?
এই বিশেষ ভ্রমণের জন্য আপনাকে সর্ব প্রথম IRCTC অফিসিয়াল সাইটে এবং অনুমোদিত এজেন্টদের মাধ্যমে সিট বুক করতে হবে। এর পাশাপাশি ট্রেনে ওঠার সময় যাত্রীদের আধার বা অন্য কোন পরিচয় ও কোভিড ১৯ ভ্যাকসিন সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে।