বাংলা হান্ট ডেস্কঃ উত্তরবঙ্গ সফরে বুধবার প্রশাসনিক কর্মসূচিতে যাওয়ার পথে আবেগঘন দৃশ্যের সাক্ষী থাকল সাধারণ মানুষ। সভাস্থলে যাওয়ার সময় গাড়ি থামিয়ে এক আদি তৃণমূল কর্মীকে নিজে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুধু তাই নয়, তাঁর সমস্যার সমাধানের আশ্বাসও দিলেন তিনি।
ভিড়ের মাঝেই গাড়ি থেকে নেমে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)
সভাস্থলে যাওয়ার পথে রাস্তার দু’ধারে দাঁড়িয়েছিলেন শতাধিক মানুষ। বাঁশের ব্যারিকেড পেরিয়ে সবাই মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) এক ঝলক দেখার অপেক্ষায় ছিলেন। সেই সময় হঠাৎ গাড়ি থেকে নেমে আসেন মমতা। সেই সময় মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) দেখেই এগিয়ে আসেন ৬৯ বছরের রাজেন রায়, আদি তৃণমূল কর্মী। মুখ্যমন্ত্রী তাঁকে দেখে হাতজোড় করেন। রাজেনবাবুও অভিবাদন জানান। কথোপকথনের মাঝেই মমতা বন্দ্যোপাধ্যায় হেসে জিজ্ঞেস করেন, “সমস্যার সমাধান হয়েছে তো?” এরপরই বৃদ্ধকে জড়িয়ে ধরেন তিনি।
তখন রাজেন রায় অভিযোগ করেন, স্থানীয় দুই নেতা খগেশ্বর রায় ও কৃষ্ণ দাসের দ্বন্দ্বের কারণে তিনি ঘর পাচ্ছেন না। বিষয়টি শুনে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) সঙ্গে সঙ্গে সমাধানের আশ্বাস দেন।
আরও পড়ুনঃ ফের বিপাকে বালু? রেশন দুর্নীতিতে নড়েচড়ে বসল ED, হাই কোর্টে জ্যোতিপ্রিয়র জামিন নিয়ে বড় শুনানি
এরপরের মুহূর্তেই রাজেন রায় বলেন, “মুখ্যমন্ত্রীকে বলেছি আপনার জন্যই ভাল আছি। ফুলের তোড়া হাতে তুলে দিয়েছি। তবে এ বার বলেছি রাস্তাটার কাজ যেন হয়, আর ঘর কেড়ে নেওয়ার অন্যায়টা যেন বন্ধ হয়।” এদিন মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) আশ্বাসে সন্তুষ্ট বৃদ্ধের চোখেমুখে ফুটে উঠেছিল তৃপ্তির হাসি।