অযৌক্তিক মামলা! কার্তিক মহারাজের বিরুদ্ধে সব্যসাচীর করা মানহানির মামলা খারিজ করল হাই কোর্ট

Published on:

Published on:

Calcutta High Court dismisses Sabyasachi's defamation plea against Kartik Maharaj

বাংলা হান্ট ডেস্কঃ দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন ঘিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্ন্যাসী কার্তিক মহারাজের মন্তব্য নিয়ে মামলা করেছিলেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। তবে কলকাতা হাই কোর্ট (Calcutta High Court) জানিয়ে দিল, এই মামলার কোনও যুক্তি নেই।

বুধবার হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। সব্যসাচীর অভিযোগ ছিল, কার্তিক মহারাজের মন্তব্যে তাঁর ব্যক্তিগত ‘মানহানি’ হয়েছে। কিন্তু আদালত জানায়, এই মামলার পক্ষে কোনও প্রমাণ বা নথি হাজির করা হয়নি। তাই মামলাটি খারিজ করে দেওয়া হয়।

মামলা খারিজের সিদ্ধান্ত আদালতের (Calcutta High Court)

আদালতের (Calcutta High Court) তরফে স্পষ্ট করে বলা হয়েছে, তথ্যপ্রমাণ ছাড়া শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে এই ধরনের মামলা করা যায় না। এমনকি সব্যসাচীর পক্ষের আইনজীবীও আদালতের নির্দেশের বিষয়টি নিশ্চিত করেছেন। এর ফলে মামলাটি আর এগোবে না বলেই আইনি মহলের অভিমত।

প্রসঙ্গত, গত মে মাসে দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে নির্মিত এই মন্দির ঘিরে রাজনৈতিক তরজাও হয় রাজ্যে। উদ্বোধনের আগে কার্তিক মহারাজ মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছিলেন বলে অভিযোগ। সেটিকেই কেন্দ্র করে সব্যসাচী আদালতের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন।

Calcutta High Court dismisses Sabyasachi's defamation plea against Kartik Maharaj

আরও পড়ুনঃ ফের বিপাকে বালু? রেশন দুর্নীতিতে নড়েচড়ে বসল ED, হাই কোর্টে জ্যোতিপ্রিয়র জামিন নিয়ে বড় শুনানি

আদালতের (Calcutta High Court) স্পষ্ট নির্দেশে এই মামলা এখন কার্যত শেষ। তবে রাজনৈতিক মহলের মতে, আদালতের এই সিদ্ধান্তে দিঘার জগন্নাথ মন্দিরকে ঘিরে বিতর্ক নতুন মোড় নিতে পারে।