বাংলা হান্ট ডেস্ক : ভোটের মুখে ফের একবার খবরের শিরোনামে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী (Rahul Gandhi) । সম্প্রতি তার একটি ভিডিও ভাইরাল (Video Viral) হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। যা থেকে শুরু হয়েছে সমালোচনা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে একটি সমাবেশে সাংবাদিকদের দ্বারা ঘিরে রয়েছেন তিনি। তাদেরই একজনের প্রশ্নে জবাব দেওয়ার বদলে রীতিমত মেজাজ হারিয়ে ফেললেন কংগ্রেস নেতা।
প্রসঙ্গত উল্লেখ্য, ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’-র কারণে এই মুহূর্তে উত্তরপ্রদেশের রায়বেলিতে উপস্থিত হয়েছেন রাহুল গান্ধী। সেখানেই একটি সভায় ভাষণ দিচ্ছিলেন তিনি। সেই সময়ই ইন্ডিয়া নিউজের এক সাংবাদিকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, যে সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন তার নাম জিজ্ঞেস করেন রাহুল গান্ধী। এবং তাকে তার সিনিয়রেরও নাম বলতে বলেন।
রাহুল গান্ধীর এই বক্তব্যের পরই তার কিছু সমর্থক উক্ত সাংবাদিকের উপর চড়াও হতে উদ্যত হয়। এমতাবস্থায় রাহুল গান্ধীকে বলতে শোনা যায়– ‘মারবেন না, মারবেন না।’ রাহুল গান্ধী পালটা প্রশ্ন করেন, ‘আপনি কি মিডিয়া থেকে এসেছেন? আপনার নাম কি? আপনি শিবপ্রসাদ জি। আপনার বসের নাম কি? নাম কি আপনার নাম বলুন। তোমার নাম বলো… ওরে, মারিস না বন্ধু। তাকে মারবেন না। তার নাম বলুন। তিনি ওবিসি, না। তিনি দলিত নন। তিনি একজন উপজাতি, না। তিনি একজন কোটিপতি।”
#WATCH | “Don’t pretend to be a pressman…Kyun hawa nikal gayi?”, says Congress leader Rahul Gandhi to a journalist questioning him on his conviction in ‘Modi surname’ case pic.twitter.com/SdaaUeraoy
— ANI (@ANI) March 25, 2023
এই ভিডিও সামনে আসতেই শুরু হয়েছে সমালোচনার ঝড়। নেটিজনরা বলছে, রাহুল গান্ধী প্রকাশ্যে একজন সাংবাদিকের নাম এবং জাত সম্পর্কে জিজ্ঞাসা করে তার সমর্থকদের উস্কানি দিয়েছেন। উল্লেখ্য, এইদিন এই সাংবাদিক রাহুল গান্ধীকে প্রশ্ন করেছিলেন, ‘অখিলেশ যাদব আপনার সাথে নেই, আপনার জোট কি ভেঙে গেছে?’
This is insane!
Rahul Gandhi provoking his supporters against journalist by asking his name and caste.
This man has gone crazy and should not be allowed in public place. pic.twitter.com/XESyr8tIWd
— Trupti Garg (@garg_trupti) February 20, 2024
এই প্রশ্ন শুনেই রাহুল গান্ধী ক্ষেপে যান। বলে রাখি, এটাই প্রথম নয় যে, রাহুল গান্ধী কোনও সাংবাদিকের সাথে দুর্ব্যবহার করেছেন। এর আগেও সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার করার কারণে বহুবার খবরের শিরোনামে এসেছেন তিনি। এর আগে একবার মোদীকে চোর বলায় এক সাংবাদিক রাহুল গান্ধীকে প্রশ্ন করেছিলেন, ‘বিজেপি বলছে যে আপনি পুরো ওবিসি সম্প্রদায়কে অপমান করেছেন। এ নিয়ে গোটা দেশে সাংবাদিক সম্মেলনের প্রস্তুতি চলছে’। জবাবে রাহুল গান্ধী বলেন, ‘আপনি কেন সরাসরি বিজেপির হয়ে কাজ করছেন? আপনি যদি বিজেপির হয়ে কাজ করতে চান, তাহলে বুকে বিজেপির স্ট্যাম্প লাগান। তারপর আমি সেই অনুযায়ী জবাব দেব… সাংবাদিক হওয়ার ভান করবেন না।’