পাত্তা পাচ্ছে না ট্রাম্পের ১০০ শতাংশ শুল্ক আরোপের আহ্বান? ইতালির প্রধানমন্ত্রী মেলোনির সঙ্গে ফোনে কথা মোদীর

Published on:

Published on:

Narendra Modi spoke to Giorgia Meloni over the phone.

বাংলা হান্ট ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির (Giorgia Meloni) সঙ্গে ফোনে কথা বলেছেন। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী মোদী “এক্স” মাধ্যমে একটি পোস্টে এই কথোপকথনের তথ্য উপস্থাপিত করেছেন। যেখানে মোদী বলেছেন যে, প্রধানমন্ত্রী মেলোনির সঙ্গে তাঁর অত্যন্ত ইতিবাচক কথোপকথন হয়েছে। প্রধানমন্ত্রী জানান, “আমরা ভারত-ইতালি কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার জন্য আমাদের যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি এবং ইউক্রেনের সংঘাতের দ্রুত অবসানের জন্য আমাদের পারস্পরিক আগ্রহ প্রকাশ করেছি।”

ইতালির প্রধানমন্ত্রীর (Giorgia Meloni) সঙ্গে ফোনে কথোপকথন মোদীর:

প্রধানমন্ত্রী মোদী তাঁর পোস্টে আরও লিখেছেন যে, “প্রধানমন্ত্রী মেলোনি (Giorgia Meloni) পারস্পরিকভাবে উপকারী ভারত-EU বাণিজ্য চুক্তি চূড়ান্তকরণ এবং IMEEEC উদ্যোগের মাধ্যমে সংযোগ প্রচারে সক্রিয় সহযোগিতার জন্য ইতালিকে ধন্যবাদ জানান। উল্লেখ্য যে, মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়ন (EU) কে ভারত ও চিনের উপর ১০০ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক আরোপের আহ্বান জানিয়েছেন। যাতে ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বাড়ানো যায়।

মূলত, রাশিয়ার যুদ্ধ ফান্ডিং বন্ধের ব্যবস্থা নিয়ে আলোচনা করার জন্য গত ৯ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে ওয়াশিংটনে মার্কিন ও ইউরোপীয় উচ্চ আধিকারিকদের একটি প্রেস কনফারেন্স কলে এই দাবি উত্থাপিত হয়েছিল। ট্রাম্প জানিয়েছেন, ভারত এবং চিন রাশিয়ার তেল ও গ্যাসের প্রধান ক্রেতা। এর ফলে রাশিয়া অর্থনৈতিক সহায়তা পায় এবং ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যেতে পারে।

আরও পড়ুন: মোক্ষম জবাব! আমেরিকার তেল থেকে মুখ ফেরাচ্ছে ভারত, এবার কী করবেন ট্রাম্প?

এই আবহে, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি (Giorgia Meloni) এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে সাম্প্রতিক আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। দুই নেতৃত্ব দ্বিপাক্ষিক সম্পর্ক থেকে শুরু করে বাণিজ্য এবং আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। যার মধ্যে ইউক্রেন সঙ্কট এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক স্থিতিশীলতাও অন্তর্ভুক্ত থাকতে পারে।

আরও পড়ুন: টিম ইন্ডিয়ার এই খেলোয়াড়ের হানিমুনে গিয়েছিলেন রিঙ্কু সিং! কী জানালেন তারকা প্লেয়ার?

এদিকে, এই কথোপকথন এমন এক সময়ে সম্পন্ন হয়েছে যখন ভারত-মার্কিন সম্পর্ক উত্তেজক অবস্থায় রয়েছে। ট্রাম্প রুশ তেল কেনার জন্য ভারতের ওপর প্রথমে ২৫ শতাংশ এবং তারপরে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন। যার কারণে আমেরিকায় ভারতীয় পণ্যের ওপর মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। যদিও, ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক উন্নত করার এবং প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দ্রুত আলোচনা করার ইচ্ছে প্রকাশও করেছেন।