বাংলা হান্ট ডেস্ক: আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ম্যাচের ODI সিরিজ খেলবে ভারতীয় দল। ক্রিকেট অনুরাগীদের জন্য এই সিরিজটি অত্যন্ত স্পেশাল হতে চলেছে। কারণ, দীর্ঘ কয়েক মাস পর ওই সিরিজে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে (Rohit Sharma-Virat Kohli) টিম ইন্ডিয়ার জার্সিতে দেখা যাবে। কিন্তু আগামী মাসে ভারত এ দলের হয়ে তাঁদের প্র্যাকটিস ম্যাচ খেলার সম্ভাবনা এখন অত্যন্ত ক্ষীণ বলে মনে করা হচ্ছে। জানিয়ে রাখি যে, অস্ট্রেলিয়া এ দলের ভারত সফর আগামী ১৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত চলবে। অপরদিকে, ভারতের সিনিয়র দল অক্টোবরের মাঝামাঝি সময়ে অস্ট্রেলিয়া সফর করবে। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১৯ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত, টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ায় ৩ টি ODI এবং ৫ টি T20 ম্যাচ খেলবে।
টিম ইন্ডিয়ার জার্সিতে কবে খেলবেন রোহিত এবং বিরাট (Rohit Sharma-Virat Kohli)?
রিপোর্টে কী জানানো হয়েছে: টাইমস অফ ইন্ডিয়ার এক রিপোর্ট অনুসারে, ভারতের দুই তারকা ব্যাটার বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে (Rohit Sharma-Virat Kohli) ইন্ডিয়া এ-এর হয়ে খেলতে বাধ্য করা হবে না। BCCI-এর একজন উচ্চ আধিকারিক জানিয়েছেন, “ভারত ‘এ’ দলের হয়ে তাঁদের দু’জনেরই ৩ টি করে ম্যাচ খেলার সম্ভাবনা খুবই কম। এই ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং তাঁদের ওপর কোনও চাপও দেওয়া হবে না।”
প্রসঙ্গত উল্লেখ্য যে, BCCI চলতি বছরের শুরুতে ১০-দফা নির্দেশিকা জারি করেছিল। যেখানে বলা হয়েছিল যে, কোনও সিনিয়র ক্রিকেটার যিনি ফিট আছেন এবং চোটের সম্মুখীন নন, তাঁদের ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। কিন্তু কোহলি এবং রোহিত (Rohit Sharma-Virat Kohli), যাঁরা এখন কেবল ODI ফরম্যাটে সক্রিয়, তাঁদের আপাতত এই নিয়মের চাপে থাকবে না।
প্রয়োজনে তাঁরা ১ টি বা ২ টি ম্যাচ খেলতে পারেন: BCCI-এর আধিকারিক আরও বলেন, “কেবল তখনই আপনারা তাঁদের ভারত এ দলের এক বা ২ টি ম্যাচ খেলতে দেখতে পারেন যদি প্রয়োজন পড়ে। তবে, এখনও কিছুই চূড়ান্ত হয়নি।” যদিও, এটা স্পষ্ট করা হয়েছে যে, উভয় খেলোয়াড়ই সম্পূর্ণরূপে ফিট এবং অস্ট্রেলিয়া সফরের জন্য উপলব্ধ থাকবেন। ওই আধিকারিক আরও বলেন, “তাঁরা (Rohit Sharma-Virat Kohli) সম্পূর্ণ ফিট এবং অস্ট্রেলিয়া ODI সিরিজের জন্য উপলব্ধ থাকবেন।”
ঘরোয়া টুর্নামেন্টের ওপর মনোযোগ দিতে হবে: উল্লেখ্য যে, নির্বাচকরা বর্তমানে ঘরোয়া টুর্নামেন্টের ওপর মনোযোগ দিচ্ছেন। ওই আধিকারিক জানিয়েছেন যে, ইরানি কাপের দল নির্বাচকরা প্রথমে ঘোষণা করবেন এবং কিছু নির্বাচক বেঙ্গালুরুতে দলীপ ট্রফির ফাইনাল দেখতেও যাবেন। প্রধান নির্বাচক অজিত আগরকর বর্তমানে টিম ইন্ডিয়ার সঙ্গে দুবাইতে উপস্থিত আছেন বলেও জানা গিয়েছে।
আরও পড়ুন: মোক্ষম জবাব! আমেরিকার তেল থেকে মুখ ফেরাচ্ছে ভারত, এবার কী করবেন ট্রাম্প?
রোহিত-বিরাটের ভবিষ্যৎ এবং অধিনায়কত্ব নিয়ে আলোচনা: জানিয়ে রাখি যে, ৩৬ বছর বয়সী কোহলি এবং ৩৮ বছর বয়সী রোহিত শর্মা (Rohit Sharma-Virat Kohli) সম্প্রতি ভারতকে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তবে, তাঁদের বয়স এবং ভবিষ্যৎ নিয়ে ক্রমাগত প্রশ্ন উঠছে। রোহিত বর্তমানে টিম ইন্ডিয়ার ODI দলের অধিনায়ক কিন্তু শুভমান গিলের তরুণ অধিনায়কত্ব ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে আলোচনা তীব্র করে তুলেছে।
ভারত এ বনাম অস্ট্রেলিয়া এ সিরিজ: ভারত এ এবং অস্ট্রেলিয়া এ-এর মধ্যে ৩ টি ODI ম্যাচ আগামী ৩০ সেপ্টেম্বর, ৩ অক্টোবর এবং ৫ অক্টোবর সম্পন্ন হবে। ইতিমধ্যেই, অস্ট্রেলিয়া এ-এর বিরুদ্ধে ২ টি মাল্টি-ডে রেড-বল ম্যাচের জন্য শ্রেয়স আইয়ারকে ভারত এ-এর অধিনায়ক নিযুক্ত করা হয়েছে।