“জানতাম না!”, জেলবন্দি সঙ্কট নিয়ে মুখ্যসচিবের জবাবে ক্ষুব্ধ হাই কোর্ট

Published on:

Published on:

Calcutta High Court Summons Chief Secretary Over Prison Infrastructure Crisis

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের সংশোধনাগারগুলিতে অতিরিক্ত বন্দি রাখার সমস্যা বহুদিন ধরেই। যত দিন গড়াচ্ছে তত এই সমস্যা ক্রমেই ভয়াবহ আকার নিচ্ছে। পরিকাঠামোগত উন্নয়নের জন্য আগেই অর্থ বরাদ্দের নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। কিন্তু নির্দেশ কার্যকর না হওয়ায় এবার সরাসরি মুখ্যসচিব মনোজ পন্থকে তলব করল আদালত।

হাই কোর্টের (Calcutta High Court) রায় কার্যকর না হওয়া কারণ জানতে চেয়ে মুখ্যসচিব কে প্রশ্ন

বুধবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয় যে, মুখ্যসচিব যেখানে থাকুন না কেন, ভার্চুয়ালি হাজিরা দিতেই হবে। কাকতালীয়ভাবে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে উত্তরবঙ্গ সফরে ছিলেন। সেখান থেকেই অনলাইনে শুনানিতে অংশ নেন তিনি। শুনানি চলাকালীন মুখ্যসচিবকে আদালত (Calcutta High Court) প্রশ্ন করে যে, “হাইকোর্টের রায় কার্যকর হয়নি কেন?” জবাবে মুখ্যসচিব জানান, তিনি এ বিষয়ে কিছু জানতেন না। এই উত্তরে বিস্মিত আদালত কড়া সুরে জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হলফনামা দিতে হবে।

ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে যে, হাই কোর্টের (Calcutta High Court) রায় তাঁকে না জানানোর জন্য কার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বা হবে, তা স্পষ্ট করে জানাতে হবে মুখ্যসচিবকে। একইসঙ্গে জানতে চাওয়া হয়েছে, সংশোধনাগারগুলির মানোন্নয়নে কত দিনের মধ্যে অর্থ বরাদ্দ করবে রাজ্য। আদালতের মন্তব্য, “দিনের পর দিন শুধু মামলা পিছিয়ে দিয়ে দায় এড়ানো যায় না।”

রাজ্যের বিভিন্ন জেলে বন্দির সংখ্যা অনুমোদিত সীমার বহু গুণ বেশি। এতে জীবনযাত্রার মান থেকে শুরু করে নিরাপত্তা, স্বাস্থ্য ব্যবস্থা, সবকিছুতেই চরম সংকট তৈরি হয়েছে। এর আগে বহুবার রাজ্যকে সতর্ক করেছিল আদালত (Calcutta High Court), কিন্তু বাস্তবে কোনও কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। ফলে এই পরিস্থিতি আরও ঘনীভূত হয়েছে।

Calcutta High Court Summons Chief Secretary Over Prison Infrastructure Crisis

আরও পড়ুনঃ একসঙ্গে দুই চাকরি, দুই বেতন! তৃণমূল নেত্রীর স্ত্রীর কাণ্ডে ক্ষোভ ছড়াল রানিনগর এলাকায়

আগামীকাল, বৃহস্পতিবার দুপুর দু’টোয় ফের শুনানি হবে এই মামলার। মুখ্যসচিবের হলফনামা ও ভবিষ্যৎ পদক্ষেপের রূপরেখার দিকেই এবার নজর থাকবে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court)।