বাংলা হান্ট ডেস্ক : একদিন আগেই খবর মিলেছিল, পেঁয়াজের (Onion) উপর থেকে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে মোদী সরকার। আর ঠিক তারপরেই নাসিকের বৃহত্তম পাইকারি পেঁয়াজ বাজারে লাসলগাঁও মন্ডিতে পেঁয়াজের দাম (Onion Price) বেড়েছে ৪০ শতাংশ। তারপর থেকেই ধোঁয়াশায় পেঁয়াজ ব্যবসায়ীরা। সকলের ধোঁয়াশা কাটতে এবার মাঠে নামল মোদী সরকার।
কেন্দ্রের (Central Government) তরফে সাফ জানানো হল, রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি থাকবে আগামী ৩১ মার্চ অবধি। এইদিন কনজিউমার অ্যাফেয়ার্সের সেক্রেটারি রোহিত কুমার সিং জানিয়েছেন, পেঁয়াজ রফতানির উপর নিষেধাজ্ঞা আজও অব্যাহত রয়েছে। তারপর থেকেই ফের একবার পতন দেখা গেছে পেয়াজের দামে।
গত সোমবার পেঁয়াজ রফতানির নিষেধাজ্ঞা উঠে যাওয়া নিয়ে খবর চাউর হতেই লাসলগাঁও বাজারে পেঁয়াজের পাইকারি দর প্রতি কুইন্টাল ১,২৮০ টাকা থেকে বেড়ে প্রতি কুইন্টাল ১,৮০০ টাকা হয়ে যায়। তবে মঙ্গলবার পেঁয়াজের দামে ১৫০ টাকা পতন দেখা গেছে। এই বিষয়ে রোহিত কুমার সিং জানিয়েছেন, সরকারের সবচেয়ে বড় অগ্রাধিকার হচ্ছে দেশীয় ক্রেতাদের কাছে ন্যায্যমূল্যে পেঁয়াজের প্রাপ্যতা নিশ্চিত করা।
আরও পড়ুন : পেয়েছেন খালিস্তানি তকমা! এবার মুখ খুললেন বাংলার সেই IPS অফিসার
শোনা যাচ্ছে, চব্বিশের নির্বাচনের আগে পেঁয়াজ রপ্তানি নিয়ে আর নতুন কোনও সিদ্ধান্ত নেওয়া হবেনা। নির্বাচনের আগে পেঁয়াজের মত দৈনিক প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ে কাটাছেঁড়া করবে বলে মনে করছেনা বিশেষজ্ঞমহল। এমতাবস্থায় আসন্ন ৩১ মার্চের পরেও পেঁয়াজ রপ্তানির উপর নিষেধাজ্ঞা উঠবেনা বলেই মনে করছে বিশেষজ্ঞরা।
আরও পড়ুন : কাটল ‘আধার’ জট, UIDAI নিল বড় পদক্ষেপ! আর সমস্যা হবেনা কারোরই
কেন নিষেধাজ্ঞা জারি?
প্রসঙ্গত উল্লেখ্য, অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের দাম রেকর্ড পর্যায়ে পৌঁছানোর পর দাম কমাতে পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল সরকার। সরকারের এই সিদ্ধান্ত ৭ ডিসেম্বর থেকে ৩১ মার্চ ২০২৪ পর্যন্ত কার্যকর ছিল। তারপর থেকেই পেঁয়াজের খুচরা ও পাইকারি দাম কমেছে।
জ্বলন্ত আগ্নেয়গিরির উপর দিয়ে ভেসে চলছে বিমান, তরুণীর ভিডিও দেখে হতবাক নেটমাধ্যম!