ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি! কিছুক্ষণেই সব লন্ডভন্ড, দক্ষিণবঙ্গের ৭ জেলায় জারি হল হলুদ সতর্কতা

বাংলা হান্ট ডেস্ক: আবহাওয়ার পূর্বাভাস মিলিয়ে মঙ্গলবার রাতেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তুমুল ঝড়-বৃষ্টি। গতকাল সন্ধ্যার দিকে বৃষ্টিতে ভেজে হুগলি (Hooghly), হাওড়া (Howrah), উত্তর ২৪ পরগনায় কয়েকটি এলাকায়। মঙ্গলের পর বুধেও থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া৷ আজও বিকেলের পর থেকেই শুরু হবে তাণ্ডব। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর (Weather Office)।

আজ কোথায় কোথায় ঝড়-বৃষ্টি? আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়াতে বৃষ্টির সম্ভাবনা। আজ হালকা থেকে মাঝরি বৃষ্টিতে ভিজবে কলকাতাও৷ আবহাওয়া দফতরের আপডেট অনুযায়ী, আগামীকাল থেকে দুদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নদীয়া, মুর্শিদাবাদ ও বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, শনিবার পর্যন্ত ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির জেরে জারি হয়েছে হলুদ সতর্কতা।

একদিকে যখন বসন্তের মাঝেই বৃষ্টির লুকোচুরি, সেই সময় হুড়মুড়িয়ে বাড়ছে তাপমাত্রাও। বসন্তের শুরুতেই আবহাওয়ার মেজাজ গরম। ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে পারদ। রাজ্যে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সামান্য শীতের আমেজ থাকলেও, দক্ষিণবঙ্গে এখন সূর্যমামা ফুল মুডে। বুধবার উত্তরবঙ্গে ফের নেমেছে তাপমাত্রার পারদ।

weather rain h

আরও পড়ুন: ‘আমি বিস্মিত’, পুলিশকে চরম ভর্ৎসনা! শাহজাহানকে ধরতে এবার বিরাট ‘ভাবনা’ প্রধান বিচারপতির

চলতি সপ্তাহে উত্তরবঙ্গের মালদা, দুই-দিনাজপুর, জলপাইগুড়িতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও শিলা বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যান্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি এবং শুক্রবার উত্তরের জেলা গুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর