কোনারক ভ্রমণ এবার আরোও সহজ! চালু হচ্ছে নতুন লাইন, এক ট্রেনেই হয়ে যাবে সূর্য মন্দির দর্শন

বাংলাহান্ট ডেস্ক : প্রতিনিয়ত ভারতীয় রেল চেষ্টা চালাচ্ছে যাত্রীদের আরো ভালো পরিষেবা দিতে। ভারতের পরিবহণ ব্যবস্থার মেরুদন্ড হল এই ভারতীয় রেল। রেল ব্যবস্থার উন্নয়নে বিগত কয়েক বছরে একাধিক সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। এই অবস্থায় ফের একটি নতুন ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)।

রেলমন্ত্রী জানিয়েছেন,  ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার পুরী (Puri) ও কোনারকের (Konark) মতো মন্দির শহরগুলিকে যথাক্রমে শ্রী জগন্নাথ মন্দির এবং সূর্য মন্দিরের মধ্যে সংযোগকারী ৩২ কিলোমিটার রেলপথ অনুমোদন করেছে।’ রেলমন্ত্রীর কথায়, ‘পুরী ও কোনারককে রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার দাবি দীর্ঘদিন ধরে আসছিল। তবে এবার প্রধানমন্ত্রী প্রকল্পটি অনুমোদন করেছেন। আমরা রেল সম্প্রসারণ আধ্যাত্মিক, ঐতিহ্য এবং উপকূলীয় পর্যটনের করিডোর হিসাবে বিকাশ করব।’

আরোও পড়ুন : ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ ফুরিয়ে গেছে? নো টেনশন! আর চালান কাটতে পারবে না ট্রাফিক পুলিশ

জানা গেছে, ৪৯২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৩২ কিলোমিটার রেল পথ পাতার জন্য। রেলমন্ত্রী বলেন, ‘আমরা একটি ভিস্তাডোম ট্রেন চালানোর পরিকল্পনা করছি, একটি অল-ওয়েদার গ্লাস-সিলিং এসি ট্রেন। মানুষ কোচের ভেতর থেকে সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন।’ পাশাপাশি রেলমন্ত্রী এও জানান জমি অধিগ্রহণের জন্য রাজ্য সরকারের কাছে সাহায্যের আবেদন জানানো হয়েছে।

recent photo 1708433058

এমনকি শেষের পথে প্রকল্পের নকশা প্রণয়নের কাজও। রেলমন্ত্রী বলেছেন, এআর (অগমেন্টেড রিয়েলিটি) এবং ভিআর (ভার্চুয়াল রিয়েলিটি) প্রযুক্তির মাধ্যমে জগন্নাথ সংস্কৃতির এক ঝলক ফুটিয়ে তোলা হবে ট্রেনের ভিতর। পাশাপাশি হেরিটেজ হাব গড়ে তোলা হবে পুরী -কোনার্ক রুটের তিন-চার জায়গায়। ওড়িশার সংস্কৃতি এবং ঐতিহ্যকে এই হাবের মাধ্যমে তুলে ধরা হবে পর্যটকদের কাছে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর