আলিপুর চিড়িয়াখানায় ২৪ ঘণ্টায় প্রাণহানি দুই বাঘিনীর! ঘটনার তদন্ত শুরু করল প্রশাসন

Published on:

Published on:

Alipore Zoo untimely death of two tigresses creates confusion

বাংলা হান্ট ডেস্ক: কলকাতার আলিপুর চিড়িয়াখানায় ২৪ ঘন্টার মধ্যে মৃত্যু হল দুই বাঘিনীর। মঙ্গলবার মারা যায় বাঘিনী পায়েল। এর পরের দিন মারা যায় সাদা বাঘিনী রূপা। এই জোড়া মৃত্যুকে ঘিরে আলিপুর চিড়িয়াখানায় রহস্যের সৃষ্টি হয়েছে। এর পাশাপাশি এই তদন্ত জন্য ইতিমধ্য সেন্ট্রাল জু অথরিটি অফ ইন্ডিয়া (Alipore Zoo) কমিটি গঠন করেছে। এই ঘটনায় ওই দুই মৃত বাঘিনীর দেহ ময়নাতদন্তের পাশাপাশি ভিসেরা পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এখনো পর্যন্ত ওই দুই বাগিনীর মৃত্যু কেন হল সেই বিষয়ে কিছু জানানো হয়নি।

দুই বাঘিনীর অকাল মৃত্যু, আলিপুর চিড়িয়াখানায় ধোঁয়াশা সৃষ্টি (Alipore Zoo)

আলিপুর চিড়িয়াখানায় (Alipore Zoo) পরপর দুই বাঘিনী মৃত্যুর ফলে রহস্য তৈরি হয়েছে। ইতিমধ্যে এই আকস্মিক মৃত্যুর কারণ জানতে একটি তদন্ত কমিটি তৈরি করা হয়েছে। এর পাশাপাশি মৃত দুটি বাঘিনীর ময়নাতদন্ত সম্পূর্ণ ভিডিওগ্রাফির করা হবে বলে জানা যায়।

সূত্রের খবর, মৃত বাঘিনী (Tiger) দুটির মধ্যে একটি বাঘিনীর নাম ছিল রূপা, যার বয়স ২১। ও অন্য একজনের নাম ছিল পায়েল ,বয়স ১৭। এই দুই বাঘিনী মৃত্যুর প্রসঙ্গে অভয় ভবন ও চিড়িয়াখানা কর্তৃপক্ষ দাবি করেন, ওই দুই বাঘিনী বার্ধক্য জনিত রোগে ভুগছিল। সম্ভবত সেই কারণেই তাদের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তে রিপোর্ট না আসা পর্যন্ত এই মৃত্যুর আসল কারণ জানা সম্ভব নয়।

Alipore Zoo untimely death of two tigresses creates confusion

আরও পড়ুন: সব রেকর্ড ভেঙে আকাশছোঁয়া সোনার দাম,দেখে নিন আজকের ১ গ্ৰামের প্রাইস

উল্লেখ্য, সাদা বাঘিনী রুপার জন্ম হয়েছিল আলিপুরেই‌। প্রায় ২১ বছর বয়সে মৃত্যু হয়। এমনকি জানা যায় ২১ বছর বয়সে মৃত্যু হয়েছিল তার বাবার সাদা বাঘ অনির্বাণ ও মা কৃষ্ণা। সে ছিল হলুদ কালো ডোরাকাটা বাঘিনী। যদিও দীর্ঘদিন ধরে রুপা বাধ্যক্ষ জনিত সমস্যায় ভুগছিল। এমনকি তার একটি পা প্যারালাইসিসের কারণে নড়াচড়া ঠিকভাবে করতে পারছিল না। অপরদিকে পায়েলকে ২০১৬ সালে ওড়িশার নন্দনকানন থেকে আনা হয়েছিল। তখন তার বয়স ছিল ১৭ বছর। এই বাঘিনী ও বহুদিন ধরে অসুস্থ ছিল। পাশাপাশি সে খাওয়া দাওয়া প্রায় বন্ধ করে দিয়েছিল।

তবে আলিপুর চিড়িয়াখানার কাছে এই দুই বাঘিনীর মৃত্যু একটি বড় ঘটনা। আলিপুর চিড়িয়াখানা তরফ থেকে জানানো হয়েছে তারা বর্তমানে ময়নাতদন্তে রিপোর্টের জন্য অপেক্ষা করছেন। পাশাপাশি তারা জানান ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।