বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছেন বহু প্রতীক্ষিত এশিয়া কাপ ২০২৫। যেখানে প্রথম ম্যাচ থেকেই ভারতীয় দল তাদের আধিপত্য শুরু করেছে। UAE (United Arab Emirates)-র বিরুদ্ধে ম্যাচ জিতে এই টুর্নামেন্টে ভারতের সফর শুরু হয়েছে। দুবাইতে সম্পন্ন হওয়া ওই ম্যাচে ভারতীয় দল নিজেদের দাপট দেখিয়ে ৯ উইকেটে দুর্দান্ত জয়লাভ করেছে।
UAE (United Arab Emirates)-র বিরুদ্ধে জয়লাভ করেছে ভারত:
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, টিম ইন্ডিয়া গ্রুপ A-তে তাদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহী তথা UAE (United Arab Emirates)-কে মাত্র ৫৭ রানে অলআউট করে দেয়। টিম ইন্ডিয়ার হয়ে কুলদীপ যাদব ৪ টি এবং শিবম দুবে ৩ টি উইকেট নিয়েছিলেন। এরপর ভারত মাত্র ৪.৩ ওভারে এই “টার্গেট” অর্জন করার মাধ্যমে জয়লাভ করে।
এদিকে, এই ঝোড়ো এবং দুর্দান্ত জয়ের মাধ্যমে, টিম ইন্ডিয়া যেমন ২ পয়েন্ট অর্জন করেছে ঠিক তেমনি ভারতীয় দল বিপুল অর্থের পুরস্কার পেয়েছে। যেটি সম্পর্কে জানার পর অবাক হবেন প্রত্যেকেই। মূলত, ম্যাচ জেতার পুরস্কার হিসেবে পুরো দলের তরফে কুমার যাদব ওই বিপুল অর্থের চেক গ্রহণ করেন।
আরও পড়ুন: এই সিরিজেও খেলবেন না রোহিত-বিরাট? টিম ইন্ডিয়ার জার্সিতে কবে দেখা যাবে এই দুই তারকাকে?
উল্লেখ্য যে, UAE-র বিরুদ্ধে ম্যাচ জিতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছ থেকে সূর্যকুমার ১৫,০০০ ডলারের চেক গ্রহণ করেন। ভারতীয় মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ১৩.২০ লক্ষ টাকা। অর্থাৎ সামগ্রিকভাবে ভারতীয় দল এশিয়া কাপের প্রথম ম্যাছে জয় অর্জন করার মাধ্যমে পয়েন্ট পাওয়ার পাশাপাশি বিপুল আর্থিক পুরস্কারও পেয়েছে।
তবে, UAE (United Arab Emirates)-র বিরুদ্ধে শক্তিশালী জয়ের পর ভারতীয় দল এখন তাদের পরবর্তী ম্যাচের দিকে নজর দিচ্ছে। যেখানে তারা আগামী ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের মুখোমুখি হবে। সমগ্র টুর্নামেন্টের অন্যতম হাইভোল্টেজ ম্যাচ হতে চলেছে এটি। পহেলগাঁও ঘটনার পর ক্রিকেটের ময়দানে এই প্রথম মুখোমুখি হতে চলেছে ভারত এবং পাকিস্তান। যদি ভারতীয় দল এই ম্যাচটি জিততে পারে, তাহলে তারা সরাসরি সুপার-৪-এ পৌঁছে যাবে। এমতাবস্থায়, ক্রিকেট অনুরাগীদের নজর এখন রয়েছে ওই ম্যাচের দিকেই।