UPI অ্যাপে আসছে বদল, GPay-PhonePe-Paytm এ কী কী নতুন ফিচার?

Published on:

Published on:

UPI New Rules in GPay-PhonePe from September 15

বাংলা হান্ট ডেস্ক: চলতি মাসের ১৫ তারিখ থেকে আসছে অনলাইন (UPI New Rules) পেমেন্টের আরও অনেক কিছু বদল। এই নতুন পরিবর্তনে আপনি টাকা আরও সহজে লেনদেন করতে পারবেন। জানা যায়, ১৫ সেপ্টেম্বর থেকে ১ লাখ থেকে ৫ লাখ টাকা লেনদেন করা যাবে। পুজোর মাসে নতুন অনলাইন পেমেন্টের সমস্ত খুঁটিনাটি তথ্য গুলি জেনে নিন।

GPay-PhonePe-তে ১৫ সেপ্টেম্বর থেকে বড় পরিবর্তন (UPI New Rules)

বর্তমান সমাজে অন্যতম জনপ্রিয় মাধ্যম হল ইউপিআই (UPI)। প্রতিদিন প্রায় কোটি কোটি মানুষ তাদের দৈনন্দিন আর্থিক লেনদেন ব্যবহার করে অনলাইন ব্যবহার করছেন। এই অনলাইন লেনদেন করা বর্তমান দিনে খুব উপকারী হয়ে উঠেছে। তবে এই খাতের লেনদেন এবার ২ লক্ষের টাকা সীমা বাড়িয়ে করা হল ৫ লক্ষ টাকা। অর্থাৎ আপনি এবার অনলাইনে ৫ লক্ষ টাকা পর্যন্ত পাঠাতে পারবেন। এছাড়াও আর কি কি নতুন পরিবর্তন এসেছে সে গুলো জেনে নিন (UPI New Rules)।

UPI New Rules in GPay-PhonePe from September 15

আরও পড়ুন: ৭২ বছরের ঐতিহ্য টালমাটাল! মহেশতলায় বড় ধাক্কা, বন্ধের আশঙ্কায় বহু বছরের দুর্গাপুজো

১) ক্রেডিট কার্ড বিল পেমেন্টের ক্ষেত্রে এবার থেকে একেবারে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিল পরিশোধ করা যাবে। এর পাশাপাশি দৈনিক সীমা করা হয়েছে ৬ লক্ষ টাকা।

২) সেপ্টেম্বরে ১৫ তারিখের পর থেকে আপনি ভ্রমণের জন্য পেমেন্ট এর ক্ষেত্রে ৫ লক্ষ টাকা পর্যন্ত প্রেমেন্ট করতে পারবেন।

৩) সরকারি ই মার্কেটপ্লেসে আপনি ৫ লক্ষ টাকা পর্যন্ত এবার থেকে পেমেন্ট করতে পারবেন।

৪) এছাড়াও ঋণ ও ইএমআই পেমেন্ট এর ক্ষেত্রে আপনি ৫ লক্ষ টাকা একদিনে ও দৈনিক ১০ লক্ষ টাকা পর্যন্ত প্রেমেন্ট করতে পারবেন ১৫ তারিখের পর থেকে।

৫) ১৫ সেপ্টেম্বরের পর থেকে সোনার গহনা কেনার অনলাইন লেনদেনের সীমা ১ লক্ষ টাকা থেকে ২ লক্ষ টাকা করা হয়েছে। এছাড়াও দৈনিক সর্বোচ্চ ৬ লক্ষ টাকার লেনদেন করা যাবে।

৬) ডিজিটাল লেনদেনের মাধ্যমে ক্ষেত্রে ফিক্স ডিপোজিট করা যাবে ৫ লক্ষ টাকা।

৭) আইপিও আবেদনের ক্ষেত্রে আগের মতনই ৫ লক্ষ টাকার সীমা থাকবে। এবং এটি নতুন ১০ লক্ষ টাকার সীমানার আওতায় পরবে না।

৮) এবার থেকে বর্ধিত সীমা ব্যবহারকারীদের জন্য বড় অংকে পেমেন্ট একেবারে সম্পূর্ণ করার সুযোগ দিচ্ছে ইউ পি আই। এর ফলে বিমার প্রিমিয়াম, বিনিয়োগ ও সরকারি ফ্রি বা গয়না কেনার কাজগুলো আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে।