বাংলাহান্ট ডেস্ক : জল্পনা চলছিল দীর্ঘদিন ধরে। আজ তাই সত্যি হল। রচনা বন্দ্যোপাধ্যায়ের সঞ্চালিত দিদি নম্বর ওয়ান অনুষ্ঠানে উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানের রুটি বেলা বিভাগে অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় অংশ নেননি। এই বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন অন্য প্রতিযোগী ডোনা গঙ্গোপাধ্যায়। প্রথমে ঠিক ছিল এই বিভাগের খেলায় লুচি বেলা ও ভাজতে হবে প্রতিযোগীদের।
তবে লুচি ভাজা নিয়ে অনেকের মনে শঙ্কা তৈরি হয়েছিল। তাই তারপর বদলে রুটি বেলা প্রতিযোগিতা নিয়ে আসা হয়। রচনা বন্দ্যোপাধ্যায়কে মমতা অবশ্য আগেই বলেন যে তিনি রুটি বেলতে পারবেন না। তিনি গান গাইবেন, নাচবেন বা কবিতা বলবেন। বাকি তিন প্রতিযোগী ডোনা এবং দুই গায়িকা অরুন্ধতী হোমচৌধুরী আর শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় অংশ নেন রুটি বেলা প্রতিযোগিতায়।
আরোও পড়ুন : PayTm-এ FASTag থাকলে এভাবে নিষ্ক্রিয় করে আবেদন করুন নতুনের জন্য! জেনে রাখুন সহজ উপায়
তবে রুটি বেলাতে সবথেকে পারদর্শিতার পরিচয় দিয়েছেন ডোনা গঙ্গোপাধ্যায়। পরে অবশ্য রচনা মমতা বন্দ্যোপাধ্যায়কে রুটি বেলার অনুরোধ করেন। এর পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় রচনাকে রুটি বেলে দেখাতে বলেন। রচনা মুখ্যমন্ত্রীর অনুরোধ মতো রুটি বেলেন। তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রুটি বেলে দেখিয়ে দেন।
আরোও পড়ুন : শ্রীনগর-বারামুল্লা লাইনে যোগ হল নতুন পালক! খুলে গেল ভারতের দীর্ঘতম রেলওয়ে টানেল
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদি নম্বর ওয়ান- এ উপস্থিত হয়েছিলেন ‘বিশেষ অতিথি’ হিসেবে। ডোনা-অরুন্ধতী-শ্রীরাধার মধ্যেই সীমাবদ্ধ থাকে প্রতিযোগিতা। এই অনুষ্ঠানের শুটিং করতে বুধবার সকালে মুখ্যমন্ত্রী পৌঁছে যান ডুমুরজলা ইন্ডোর স্টেডিয়ামে। সেখানে চলে দিদি নাম্বার ওয়ান-এর শুটিং।
শুটিং শেষ করে বেরিয়ে আসার সময় মমতা বলেন, ‘‘খুব ভাল প্রোগ্রাম হয়েছে।’’ মমতা বন্দ্যোপাধ্যায়ের আগমনে উচ্ছ্বসিত এই অনুষ্ঠানের সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি এই ব্যাপারে জানিয়েছেন, ‘‘এখনও পর্যন্ত যেটা কখনও হয়নি, এ বার সেটাই হতে চলেছে। আমি দিদির কাছে চিরকৃতজ্ঞ। এত বছর ধরে আমার শোয়ের যে সুনাম, সেটা দিদির উপস্থিতিতে পূর্ণতা পেল।’’