বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভায় নিরাপত্তারক্ষী প্রবেশ নিয়ে ফের আইনি লড়াইয়ের পথে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এর আগে ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়ে বিধানসভায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিলেন কলকাতা হাই কোর্ট। কিন্তু কিছু দিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় নিরাপত্তারক্ষী নিয়ে ঢোকায় অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী। সেই ঘটনায় স্পিকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করলেন তিনি।
বিধানসভা আইন ও আগের পর্যবেক্ষণ
শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আগেই অভিযোগ করেছিলেন, বিজেপি বিধায়কদের নিরাপত্তারক্ষীরা বিধানসভার ভেতরে প্রবেশের অনুমতি পান না, অথচ শাসক দলের বিধায়কেরা নিরাপত্তারক্ষী নিয়ে ঢোকেন। সেই প্রেক্ষিতে কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা আলোকপাত করে বলেছিলেন, আইনের নিয়ম মেনে কোনও বিধায়কই বিধানসভায় ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়ে ভেতরে ঢুকতে পারবেন না। তবে নিয়ম যেন সব দলের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হয়, তার দায়িত্ব বিধানসভার সচিবের।
তবে সেই নির্দেশের কয়েকদিন পরই বিরোধী দলনেতার (Suvendu Adhikari) দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় নিজের নিরাপত্তারক্ষী নিয়ে প্রবেশ করেছেন। তাঁর আইনজীবীর বক্তব্য, এটি আদালতের নির্দেশ অমান্য করার শামিল। তাই স্পিকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে। মামলাকারীর আইনজীবী আদালতকে অনুরোধ করেছেন, ওই দিনের বিধানসভার সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হোক।
এই মামলার শুনানি আগামী সপ্তাহে হতে পারে বলে আদালত সূত্রে জানা গিয়েছে। শুভেন্দুর (Suvendu Adhikari) বক্তব্য, বিজেপি বিধায়কদের প্রতি বৈষম্য করে তৃণমূলের বিধায়কদের আলাদা সুবিধা দেওয়া হচ্ছে, যা ন্যায়বিচারের পরিপন্থী।
আরও পড়ুনঃ বিধানসভা ভোটের আবহে আসানসোলে আবর্জনার স্তূপে একাধিক ভোটার কার্ড, চাঞ্চল্য এলাকাজুড়ে
শুভেন্দুর (Suvendu Adhikari) নতুন পদক্ষেপে ফের রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন উত্তেজনা। এখন বিধানসভা প্রাঙ্গণে সমান নিয়ম প্রয়োগ হবে কি না, সেই প্রশ্নের উত্তর মিলতে পারে আগামী সপ্তাহের আদালত শুনানিতেই।