‘১০ দিনের মধ্যে গ্রেফতার হবেন শেখ শাহজাহান’, জানিয়ে দিলেন অভিষেক

বাংলা হান্ট ডেস্কঃ সন্দেশখালির (Sandeshkhali) বেতাজ বাদশা তৃণমূলের শেখ শাহজাহানকে (Sheikh Shahjahan) নিয়ে এবার মুখ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সূত্রের খবর, ঘনিষ্ঠমহলে তিনি বলেছেন, ‘আদালত একবার পুলিশকে দায়িত্ব দিক। ১০ দিনের মধ্যে শেখ শাহাজাহান গ্রেফতার হবে’।

সূত্রের খবর, ঘনিষ্ঠমহলে অভিষেক বলেছেন, ‘শেখ শাহাজাহানকে গ্রেফতারের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে আদালত। সন্দেশখালিকাণ্ডে আদালত কখনও সিবিআই, কখনও ইডি আবার কখনও যৌথ দায়িত্ব দিচ্ছে। যেহেতু মামলাটি এখন ডিভিশন বেঞ্চে বিচারাধীন তাই আদালত রায় ঘোষণা না করা পর্যন্ত পুলিশ সঠিকভাবে তদন্ত করতে পারছে না। তবে আদালত পুলিশের হাতে দায়িত্ব দিলে ১০ দিনের মধ্যে শেখ শাহাজাহান গ্রেফতার হবে। ‘

সন্দেশখালিকাণ্ডে মূল অভিযু্ক্তের বিরুদ্ধে শাহজাহানের বিরুদ্ধে দল কী ব্যবস্থা নেবে? অভিষেক বলেন, ‘পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিকদেড় ক্ষেত্রে দল ব্যবস্থা নিতে পারে, তাহলে শেখ শাহাজাহানের ক্ষেত্রেও অবশ্যই পারবে’।

প্রসঙ্গত, সন্দেশখালি ঘটনার পর পেরিয়ে গিয়েছে দেড় মাসেরও বেশি সময়। তবে এখনও অধরা তৃণমূলের শেখ শাহজাহান। ৪৭ দিন ধরে পুলিশের খাতায় ফেরার সন্দেশখালির মূল অভিযুক্ত। এই পরিস্থিতিতে শাহজাহানকে (Shahjahan Sheikh) সরাসরি হাই কোর্টে তলবের ভাবনাও নিয়েছেন প্রধান বিচারপতি। যার জন্য এই সব ঘটছে তাকে কোনও ভাবেই রাজ্য সমর্থন করতে পারে না। –গতকালই এই মন্তব্য করেন হাই কোর্টের প্রধান বিচারপতি (Chief Justice of Calcutta High Court)।

গত জানুয়ারি মাসের ৫ তারিখ রেশন দুর্নীতির তদন্তে নেমে সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহানের বাড়িতে হানা দেয় ইডি। তবে তল্লাশি তো দূর, উল্টে শাহজাহানের অনুগামীদের হাতে মার খেয়ে এলাকাছাড়া হয় ইডি। সেই ঘটনার পর ৪৬ দিন পেরিয়ে গেলেও এখনও অধরা সন্দেশখালির বেতাজ বাদশা। এদিকে চলতি মাসের শুরুতে শাহজাহানের সঙ্গী উত্তর সর্দার, শিবু হাজরাদের অত্যাচারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন সন্দেশখালির মহিলারা। দফায় দফায় উত্তপ্ত হয় ওঠে এলাকা।

ed shahjahan

আরও পড়ুন: সামনেই টানা ৪ দিনের ছুটি! দিনক্ষণ জেনে ঠিক করে ফেলুন বেড়ানোর প্ল্যান

ইতিমধ্যেই ধর্ষণ, খুন সহ একাধিক অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা উত্তম ও শিবু। তবে এখনও পর্যন্ত শাহজাহানের টিকির নাগাল পায়নি পুলিশ। সন্দেশখালিকাণ্ডের মূল অভিযুক্ত শাহজাহান এখনও পালিয়ে বেড়াচ্ছে। দিন দুয়েক আগেই রাজ্য পুলিসের ডিজি রাজীব কুমার বলেছিলেন, শাহজাহানকে গ্রেফতার করার দায়িত্ব ইডির। আর এবার অভিষেক বললেন আদালত দায়িত্ব দিলে ১০ দিনের শাহজাহানকে গ্রেফতার করবে রাজ্য পুলিশ।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর