বাংলাহান্ট ডেস্ক : প্রত্যেক সপ্তাহে টিআরপি (TRP) তালিকায় কোনও না কোনও চমক লেগেই রয়েছে। দর্শকদের পছন্দ অপছন্দের উপরে ভিত্তি করে নম্বরও ওঠানামা করতেই থাকে। বদল হয় তালিকায় (TRP) বিভিন্ন স্থানে থাকা সিরিয়ালগুলিরও। দীর্ঘদিন ধরে প্রথম স্থানে থাকার পর এবার পতন হল ‘পরশুরাম আজকের নায়ক’এর।
টিআরপি (TRP) তালিকায় নম্বর কমল সার্বিক ভাবে
পয়লা নম্বর থেকে সটান তিনে নেমে এসেছে পরশুরাম। এই সপ্তাহে সিরিয়ালটির সংগ্রহে রয়েছে ৬.৫ পয়েন্ট। অন্যদিকে বড়সড় চমক দিয়ে হারানো স্থান পুনরুদ্ধার করেছে ‘পরিণীতা’। টানটান উত্তেজনার পর্ব দেখিয়ে ৬.৯ নম্বর নিয়ে প্রথম স্থানে উঠে এসেছে সিরিয়ালটি (TRP)। তারপরেই ৬.৬ নম্বর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ‘রাঙামতি তীরন্দাজ’।
নতুন পুরনোর মধ্যে লড়াই: তিন নম্বরে পরশুরামের পর চতুর্থ স্থানে একসঙ্গে জায়গা করে নিয়েছে দুটি ধারাবাহিক। স্টার জলসার ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’ এবং জি বাংলার ‘জগদ্ধাত্রী’, দুই সিরিয়ালই পেয়েছে ৬.৪ নম্বর (TRP)। পুরনো এবং নতুন দুই ধারাবাহিকের মধ্যেই চলছে কড়া টক্কর।
কে কোন স্থানে রয়েছে: এরপর পঞ্চম স্থানে উঠে এসেছে ‘চিরদিনই তুমি যে আমার’ এবং ‘ফুলকি’। জি বাংলার দুই সিরিয়ালই পেয়েছে ৬.১ পয়েন্ট। ষষ্ঠ স্থানে রয়েছে ‘আমাদের দাদামণি’। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর (TRP) ৫.৯।
আরও পড়ুন : নেপালের মতো পরিস্থিতি ভারতেও চাইছেন হুমায়ুন কবীর? তৃণমূল নেতা হুমায়ুন কবীরের পোস্টে তোলপাড়
বাংলা সিরিয়ালের সেরা দশ টিআরপি (TRP) তালিকা
প্রথম- পরিণীতা (৬.৯)
দ্বিতীয়- রাঙামতি তীরন্দাজ (৬.৬)
তৃতীয়- পরশুরাম (৬.৫)
চতুর্থ- জগদ্ধাত্রী, রাজরাজেশ্বরী রাণী ভবানী (৬.৪)
পঞ্চম- চিরদিনই তুমি যে আমার, ফুলকি (৬.১)
ষষ্ঠ- আমাদের দাদামণি (৫.৯)
সপ্তম- চিরসখা (৫.৮)
অষ্টম- কথা (৫.৫)
নবম- গৃহপ্রবেশ, অনুরাগের ছোঁয়া (৫.১)
দশম- কোন গোপনে মন ভেসেছে (৪.৮)
বেশ কিছু সিরিয়ালের ক্ষেত্রে এ সপ্তাহে পরিবর্তন এসেছে। সবথেকে বড় বদল হয়েছে তালিকার প্রথম স্থানে। পরিণীতার গল্পে নতুন করে আগ্রহ ফিরে পেয়েছেন দর্শকরা। ফলত নম্বরও বেড়েছে হু হু করে। আবারও প্রতিযোগিতার ছন্দ ধরে ফেলেছে জি বাংলা।