বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে চলতি বছরের IPL (Indian Premier League)-এর দিনক্ষণ। আগামী ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে ক্রিকেটের এই মহাযুদ্ধ। তবে, তার আগেই ক্রিকেট প্রেমীদের জন্য এল মন খারাপ করা খবর। শুধু তাই নয়, এর পাশাপাশি বড় ধাক্কা খেল গুজরাট টাইটানস (Gujarat Titans) দল। ইতিমধ্যেই সংবাদ সংস্থা PTI BCCI (Board of Control for Cricket in India)-এর সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে যে, মহম্মদ শামি (Mohammed Shami) এবারের মরশুমের IPL-এ বাইরে থাকবেন। তাঁর পায়ের গোড়ালিতে চোট রয়েছে। যার ফলে তাঁর লন্ডনে অস্ত্রোপচার করা হবে। এমতাবস্থায়, আগামী ১ জুন থেকে শুরু হতে চলা T20 বিশ্বকাপে তাঁর খেলা নিয়েও সন্দেহের আশঙ্কা তৈরি হয়েছে।
এই প্ৰসঙ্গে জানিয়ে রাখি, ইতিমধ্যেই গুজরাটের প্রাক্তন অধিনায়ক হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্সে চলে যাওয়ার পর গুজরাট দলের জন্য এটি দ্বিতীয় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। পাশাপাশি, চলতি বছরে গুজরাটের হয়ে অধিনায়কত্ব করবেন শুভমান গিল।এদিকে, IPL ২০২৪-এ শামির না খেলার বিষয়টি PTI তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে শেয়ার করেছে। যেখানে বলা হয়েছে, ভারতীয় পেসার মহম্মদ শামির বাঁ পায়ের গোড়ালিতে চোট থাকায় তিনি IPL-এর বাইরে রয়েছেন। লন্ডনে তাঁর অস্ত্রোপচার করা হবে। জানিয়ে রাখি, ওয়ানডে বিশ্বকাপের পর থেকে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি মহম্মদ শামি। পাশাপাশি, তিনি গত ওয়ানডে বিশ্বকাপে সবথেকে বেশি উইকেট পেয়েছিলেন।
Pace bowler Mohammad Shami to be ruled out from IPL 2024 due to an injury: Sources
(File pic) pic.twitter.com/TmlGFV4rNi
— ANI (@ANI) February 22, 2024
শামির T20 বিশ্বকাপে খেলাকে ঘিরে শুরু জল্পনা: উল্লেখ্য যে, T20 বিশ্বকাপ শুরু হতে চলেছে আগামী ১ জুন থেকে। মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে দলগুলিকে তাদের স্কোয়াড জারি করতে হবে। এছাড়া ২০ মে-র মধ্যে দলগুলিকে তাদের স্কোয়াড চূড়ান্ত করতে হবে। এমতাবস্থায়, IPL ২০২৪-এর পারফরম্যান্সের কথা মাথায় রেখে T20 বিশ্বকাপের জন্য ভারতের স্কোয়াড ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। এদিকে, অনেক দিন ধরে T20-তে আন্তর্জাতিক ম্যাচ খেলেননি শামি। এমন পরিস্থিতিতে তিনি সরাসরি T20 বিশ্বকাপে নামবেন কি না তা বলা মুশকিল।
আরও পড়ুন: ব্রহ্মোস মিসাইল কেনার জন্য ১৯ হাজার কোটির অনুমোদন কেন্দ্রের, আরও শক্তিশালী হবে ভারতীয় নৌসেনা
শুভমন গিলের জন্য বড় চ্যালেঞ্জ: এদিকে, IPL-এর মঞ্চে এবার নতুন অধিনায়ক শুভমান গিলের নেতৃত্বে মাঠে নামবে গুজরাট টাইটান্স। ইতিমধ্যেই এই দল ছেড়েছেন হার্দিক পান্ডিয়া। পাশাপাশি, এবারে মহম্মদ শামিও খেলবেন না। এমন পরিস্থিতিতে IPL-এর শুরু থেকেই গত দুই মরশুমের ফাইনালিস্ট গুজরাটের সামনে একাধিক চ্যালেঞ্জ থাকবে। জানিয়ে রাখি যে, ২০২২ সালে গুজরাট চ্যাম্পিয়ন হয়েছিল। পাশাপাশি, গত বছর তাঁরা ছিল রানার্সআপ।
আরও পড়ুন: হু হু করে বাড়ছে সংখ্যা! ৫০ টি নতুন অমৃত ভারত এক্সপ্রেস লঞ্চ করতে চলেছে রেল, বাংলায় কয়টি?
গুজরাট টাইটান্স স্কোয়াড: শুভমান গিল (অধিনায়ক), ডেভিড মিলার, ম্যাথু ওয়েড, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), অভিনব মনোহর, বি সাই সুদর্শন, কেন উইলিয়ামসন, দর্শন নালকান্দে, জয়ন্ত যাদব, রাহুল তেওয়াটিয়া, বিজয় শঙ্কর, মহম্মদ শামি (পুরো মরশুমে বাইরে থাকবেন), আর সাই কিশোর, রশিদ খান, নূর আহমেদ, জোশুয়া লিটল, আজমতুল্লাহ ওমরজাই, উমেশ যাদব, মোহিত শর্মা, শাহরুখ খান, কার্তিক তিয়াগি, মানব সুথার, সুশান্ত মিশ্র, স্পেন্সার জনসন, রবিন মিঞ্জ।