BCCI-এর নতুন সভাপতি হতে চলেছেন সচিন তেন্ডুলকার? কী জানালেন ক্রিকেটের কিংবদন্তি?

Published on:

Published on:

Is Sachin Tendulkar going to be the new BCCI president?

বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ড তথা BCCI নতুন সভাপতি খুঁজছে। মূলত, ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য রজার বিনি ৭০ বছর বয়সে ইস্তফা দিয়েছেন। বিনি ২০২২ সালের অক্টোবর থেকে BCCI-এর সভাপতি ছিলেন। ঠিক এই আবহেই কিছু রিপোর্টে দাবি করা হয়েছে যে, “ক্রিকেটের ঈশ্বর” সচিন তেন্ডুলকার (Sachin Tendulkar) এই পদটি গ্রহণ করতে পারেন। যদিও, BCCI-এর পরবর্তী সভাপতি পদের জন্য তাঁর নাম আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকায় এই বিষয়টি সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন সচিন।

কী জানানো হয়েছে সচিনের (Sachin Tendulkar) তরফে?

গুজবের অবসান ঘটিয়েছেন: সচিন তেন্ডুলকারের (Sachin Tendulkar) ম্যানেজমেন্ট কোম্পানি একটি বিবৃতি প্রকাশ করে আসল তথ্য উপস্থাপিত করেছে। সচিনের সংস্থা বিবৃতিতে বলেছে, “আমরা জানতে পেরেছি যে ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) সভাপতি পদে সচিন তেন্ডুলকারের নাম বিবেচনা করা বা মনোনীত করা হচ্ছে বলে কিছু খবর এবং গুজব প্রচারিত হচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই যে, এই ধরণের কিছুই ঘটেনি। আমরা সংশ্লিষ্ট সকল পক্ষকে ভিত্তিহীন খবর এবং জল্পনায় কান না দেওয়ার জন্য অনুরোধ করছি।”

Is Sachin Tendulkar going to be the new BCCI president?

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সচিন তেন্ডুলকার (Sachin Tendulkar) তাঁর দীর্ঘ ২৪ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে ভারতকে একাধিক স্মরণীয় জয় এনে দিয়েছেন। কিন্তু, তিনি সবসময় ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশন থেকে দূরত্ব বজায় রাখার পক্ষে ছিলেন। এমতাবস্থায়, সচিনের তরফে সামনে আসার প্রতিক্রি ক্রিকেট বিশ্বে চলমান জল্পনার অবসান ঘটিয়েছে।

আরও পড়ুন: PNB-র গ্রাহকদের জন্য দুঃসংবাদ! ১ অক্টোবর থেকেই লাফিয়ে বাড়ছে একাধিক সার্ভিস চার্জ

যদিও, পরবর্তী সভাপতি নির্বাচন নিয়ে আলোচনা তীব্রতর হচ্ছে। BCCI নির্বাচন কেবল ভারতীয় ক্রিকেটের দিকনির্দেশই নির্ধারণ করবে না, বরং বিশ্বব্যাপী পর্যায়েও এর প্রভাব পড়বে। ২০২৫ সালের সেপ্টেম্বরের শেষে সম্পন্ন হতে চলা BCCI-এর বার্ষিক সাধারণ সভায় (AGM) নতুন সভাপতি নির্বাচন একটি প্রধান বিষয় হবে।

আরও পড়ুন: হয়ে যান সাবধান! ঋণ পরিশোধ না করলেই এবার লক হবে ফোন, নতুন নিয়ম আনছে RBI

BCCI একজন বড় ভারতীয় ক্রিকেটার খুঁজছে: প্রসঙ্গত উল্লেখ্য যে, বোর্ড তার পরবর্তী সভাপতি হিসেবে একজন বড় ভারতীয় ক্রিকেটার খুঁজছে। BCCI-এর একাধিক স্টেকহোল্ডারই চান নতুন সভাপতি যেন এমন একজন প্রাক্তন ক্রিকেটার হন যিনি ভারতীয় ক্রিকেটে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বিনির আগে সৌরভ গাঙ্গুলির মতো কিংবদন্তি অধিনায়ক এই গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সামলেছিলেন।