বাংলা হান্ট ডেস্কঃ পুজোর আর মাত্র ক’টা দিন বাকি। কিন্তু তার আগেই রাজ্যজুড়ে ফের ঘনিয়ে আসছে বৃষ্টির আশঙ্কা। বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গ (South Bengal Weather) ও উত্তরবঙ্গের (North Bengal Weather) একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই একাধিক জেলায় সতর্কতা জারি হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গের (South Bengal Weather) প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি নামতে পারে। বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি চলাকালীন ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার থেকে বৃষ্টি আরও বাড়বে কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, বীরভূম ও মুর্শিদাবাদে। ইতিমধ্যেই এই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। রবিবার ঝড়বৃষ্টি চলবে হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে।
উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গেও (North Bengal Weather) আবহাওয়ার অবস্থা চিন্তাজনক। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ৭-১১ সেন্টিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। শুক্রবারও একইভাবে প্রবল বর্ষণ অব্যাহত থাকবে। বিশেষ করে শনিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে কমলা সতর্কতা জারি করা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টি চলবে।
কলকাতার আবহাওয়া | Kolkata Weather Update
শহর কলকাতায় বৃষ্টি হলেও গরম থেকে বিশেষ স্বস্তি মিলছে না। বৃহস্পতিবার ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি, স্বাভাবিকের তুলনায় ২.৫ ডিগ্রি বেশি। ফলে আর্দ্র গরম থেকে মুক্তি নেই শহরবাসীর।
আরও পড়ুনঃ আজকের রাশিফল ১২ সেপ্টেম্বর, সফলতার শীর্ষে পৌঁছবে এই চার রাশি
আবহাওয়া দফতরের স্পষ্ট বার্তা, দক্ষিণবঙ্গ (Bengal Weather) ও উত্তরবঙ্গ (North Bengal Weather), দুই জায়গাতেই আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা প্রবল। ফলে পুজোর আগে আবহাওয়ার চোখরাঙানিতে চাপে পড়তে চলেছেন রাজ্যবাসী। উৎসবের মরসুমে অপ্রত্যাশিত এই দুর্যোগের জন্য আগে থেকেই প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিচ্ছে হাওয়া অফিস।