ফের খারিজ রাজ্যের দাবি! বাংলার SIR নথি হিসাবে স্বাস্থ্যসাথী নয়, আধারই ভরসা, জানাল কমিশন

Published on:

Published on:

Election Commission rejects Swasthya Sathi card for SIR documents

বাংলা হান্ট ডেস্কঃ স্বাস্থ্যসাথী কার্ডকে প্রামাণ্য নথি হিসেবে গণ্য করার আবেদন খারিজ করে দিল জাতীয় নির্বাচন কমিশন (Election Commission)। সূত্রের খবর, বাংলার ক্ষেত্রেও Special Identification Register (SIR)-এর নথি হিসেবে স্বাস্থ্যসাথী গ্রহণযোগ্য হবে না। বরং আধার কার্ডকেই নতুনভাবে যুক্ত করা হয়েছে দ্বাদশ নথি হিসাবে। তবে আধারের পাশাপাশি বাকি ১১টি নথির একটি জমা দেওয়া বাধ্যতামূলক থাকবে।

ফর্ম ৬-এর ক্ষেত্রেও নথি হিসেবে গ্রহণ করা হবে আধার, জানাল কমিশন (Election Commission)

নির্বাচন কমিশন (Election Commission) সূত্রে জানা যাচ্ছে, সম্প্রতি মুখ্য নির্বাচনী আধিকারিকদের (CEO) সম্মেলনে সিদ্ধান্ত হয়েছে, বিহারে যেভাবে ১১টি নথি স্বীকৃত হয়েছে, বাংলাতেও সেগুলিই প্রযোজ্য হবে। এর পাশাপাশি আধার কার্ডকেও গ্রহণ করা হবে। কমিশনের দাবি, ভোটার তালিকায় নাম তোলার জন্য ফর্ম ৬-এর ক্ষেত্রেও আধার নথি হিসেবে গ্রহণ করা হয়। তাই এক্ষেত্রেও একই নিয়ম অনুসৃত হবে।

স্বাস্থ্যসাথীর আবেদন খারিজ করল কমিশন (Election Commission)

এদিকে পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্যসাথী কার্ডকে প্রামাণ্য নথি হিসেবে মান্যতা দেওয়ার জন্য বিশেষ আবেদন জানিয়েছিল। কিন্তু বুধবার সিইও সম্মেলনে সেই দাবি সরাসরি খারিজ করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission)। ফলে স্পষ্ট হয়েছে, বাংলার এসআইআরে নাগরিকত্ব প্রমাণ করতে চাইলে স্বাস্থ্যসাথী নয়, শুধুমাত্র নির্দিষ্ট ১২টি নথির মাধ্যমেই তা সম্ভব হবে।

সূত্রের খবর, সিইও সম্মেলনেই নির্দেশ দেওয়া হয়েছে চলতি মাসের মধ্যেই সমস্ত প্রস্তুতি শেষ করতে হবে। অক্টোবর থেকেই গোটা দেশে শুরু হয়ে যেতে পারে SIR-এর কাজ। ইতিমধ্যেই বিহারে শুরু হওয়া নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক বাড়ছে। বিরোধীরা বারবার প্রশ্ন তুলছে নাগরিকপঞ্জি বা NRC বাস্তবায়নের দিকে নতুন করে এক পদক্ষেপ নেওয়া হচ্ছে কি না। বাংলায় ভোটের কয়েক মাস আগে এই প্রক্রিয়া শুরু হলে পরিস্থিতি কোন দিকে গড়ায়, সেই দিকেই এখন তাকিয়ে রাজনৈতিক মহল।

Election Commission rejects Swasthya Sathi card for SIR documents

আরও পড়ুনঃ‌ SSC নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ-সহ ২১ জনের বিরুদ্ধে চার্জ গঠন, কবে থেকে শুরু হবে বিচারপ্রক্রিয়া?

অতএব স্পষ্ট যে, কমিশন (Election Commission) বাংলার SIR-এ নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে আধার গুরুত্বপূর্ণ নথি হিসেবে যুক্ত হলেও স্বাস্থ্যসাথীকে সেখানে সুযোগ দেওয়া হয়নি। এই সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিতে পারে বলে মনে করছে রাজনীতি মহল।