শহরজুড়ে বন্ধ একাধিক রাস্তা, তৃতীয়া থেকে নবমী পর্যন্ত ভোগান্তি! পুজো প্ল্যানিংয়ের আগে জেনে রাখুন

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : দুর্গাপুজোর আর একমাসও বাকি নেই। আর কিছুদিন পরেই মহালয়া। তারপরেই শুরু হয়ে যাবে পুজো। শহরের (Kolkata) উত্তর থেকে দক্ষিণ, শহরতলির আনাচে কানাচে আয়োজিত হয় অসংখ্য পুজো (Durga Puja)। ওই কটাদিন যাতে যানজটের ভোগান্তির মুখে না পড়তে হয়, ট্র্যাফিক নিয়ন্ত্রণ করতে তাই বেশ কিছু নিয়ম জারি করে কলকাতা (Kolkata) পুলিশ। এবারও আগেভাগেই যান চলাচল নিয়ে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে পুলিশের তরফে।

পুজোর সময় ফের যান চলাচল বন্ধ একাধিক রাস্তায় (Kolkata)

নির্দেশিকা অনুযায়ী, তৃতীয়া থেকেই শহরের একাধিক রাস্তায় নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে দেওয়া হবে যান চলাচল। তৃতীয়া থেকে নবমী পর্যন্ত শহরের বিভিন্ন জায়গায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। বেশ কিছু রাস্তায় বন্ধ থাকবে যান চলাচল। কলকাতা (Kolkata) পুলিশের নির্দেশিকা অনুযায়ী, উত্তর কলকাতা, মধ্য কলকাতা, দক্ষিণ, দক্ষিণ-পূর্ব, দক্ষিণ-পশ্চিম কলকাতা (Kolkata) এবং শহরতলির বিভিন্ন রাস্তায় নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রাখা হবে যান চলাচল। ওই সময় শুধু মাত্র সরকারের অনুমোদিত গাড়িই চলাচল করতে পারবে ওই রাস্তায়।

Many Kolkata roads traffic will be blocked during durga puja

কতক্ষণ পর্যন্ত বন্ধ রাস্তা: কবে কতক্ষণ পর্যন্ত বন্ধ থাকবে রাস্তা, জানানো হয়েছে নির্দেশিকায়। ২৫ সেপ্টেম্বর তৃতীয়ায় বিকেল ৪ টে থেকে রাত ১২ টা পর্যন্ত বন্ধ থাকবে রাস্তা। দুপুর ৩ টে থেকে রাত ২ টো পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে ২৬ সেপ্টেম্বর, চতুর্থীতে। ২৭ সেপ্টেম্বর পঞ্চমীতে দুপুর ৩ টে থেকে রাত ২ টো পর্যন্ত বন্ধ থাকবে যান চলাচল। ষষ্ঠী অর্থাৎ ২৮ সেপ্টেম্বর সময়টা দুপুর ৩ টে থেকে রাত ৩ টে।

আরও পড়ুন : ৩০০০০ কোটি থেকে ভাগ কিনা মোটে ১৯০০ কোটি! প্রাক্তন স্বামীর সম্পত্তি নিয়ে কাদা ছোড়াছুড়ি করিশ্মার

কোন কোন রাস্তা বন্ধ: ২৯ সেপ্টেম্বর সপ্তমীর দিন দুপুর ৩ টে থেকে ভোর ৪ টে, ৩০ সেপ্টেম্বর অষ্টমীতে দুপুর ৩ টে থেকে ভোর ৪ টে এবং ১ অক্টোবর নবমীতেও ওই একই সময় বন্ধ থাকবে যান চলাচল। কোন কোন রাস্তা বন্ধ থাকবে তাও জানিয়ে দেওয়া হয়েছে নির্দেশিকায়। ওই নির্দেশিকা অনুযায়ী, উত্তর কলকাতায় (Kolkata) বিকে পাল অ্যাভিনিউ, নিমতলা ঘাট স্ট্রিট, রবীন্দ্র সরণির মধ্যবর্তী অংশ, বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, দুর্গাচরণ ব্যানার্জী স্ট্রিট, ভবানাথ সেন স্ট্রিট, প্রয়োজন অনুযায়ী সেন্ট্রাল অ্যাভিনিউ, বিডন স্ট্রিট, গড়পার রোড, গোপাল রাম দত্ত লেন, কৈলাশ বোস স্ট্রিট, হরিনাথ দে রোড, রামমোহন রায় রোড, এপিসি রায় রোড থেকে কাইজার স্ট্রিট, মহারানি স্বর্ণময়ী রোড, রামেন্দ্র মজুমদার স্ট্রিটে যান চলাচল বন্ধ থাকবে।

আরও পড়ুন : রাত হলেই ক্যাম্পাসে মদের আসর? কোথায় সিসিটিভি! ছাত্রীর রহস্যমৃত্যুতে ফের প্রশ্নের মুখে যাদবপুরের নিরাপত্তা

বিটি রোড এবং মন্মথ দত্ত রোডের মধ্যবর্তী রাজা মণীন্দ্র রোড (Kolkata) বন্ধ থাকবে। ওই অংশে শুধুমাত্র বাস এবং ছোট গাড়ি চলতে দেওয়া হবে বলে জানা গিয়েছে। সাহিত্য পরিষদ স্ট্রিট, শ্যামাচরণ দে স্ট্রিট, যোগীপাড়া লেন, নর্থ শিয়ালদা রোড, সাউথ শিয়ালদা রোড, সিমলা স্ট্রিট, প্রয়োজন অনুসারে সুকিয়া স্ট্রিট, কাশী বোস লেন ও নয়নচাঁদ দত্ত স্ট্রিটের মধ্যবর্তী হরি ঘোষ স্ট্রিট, এপিসি রোড থেকে বিধান সরণি পর্যন্ত অরবিন্দ সরণি, এছাড়াও নিমতলা ঘাট স্ট্রিট থেকে ডিসি ব্যানার্জী স্ট্রিট পর্যন্ত রবীন্দ্র সরণিও বন্ধ রাখা হতে পারে প্রয়োজন অনুযায়ী। মহালয়া এবং লক্ষ্মীপুজোতেও কিছু কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।