বাংলাহান্ট ডেস্ক : উৎসবের মুখে ফের ভোগান্তির আশঙ্কা মেট্রো যাত্রীদের। কলকাতা মেট্রোর (Kolkata Metro) নতুন রুট বেড়েছে ঠিকই, কিন্তু পুরনো ব্লু লাইনে অব্যাহত সমস্যা। প্রায়ই নানান সমস্যা নিয়ে অভিযোগ করে থাকেন এই রুটের যাত্রীরা। এই পরিস্থিতিতেই এবার ফের দুঃসংবাদ শোনাল মেট্রো কর্তৃপক্ষ। শহিদ ক্ষুদিরাম স্টেশনেও কমছে মেট্রো (Kolkata Metro) সংখ্যা। আগে থেকেই বন্ধ রয়েছে কবি সুভাষ স্টেশন। এবার শহিদ ক্ষুদিরাম স্টেশনেও মেট্রো (Kolkata Metro) কমে যাওয়ায় দক্ষিণ কলকাতার যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হবে বলেই আশঙ্কা করা হচ্ছে।
ব্লু লাইনে বাতিল একগুচ্ছ মেট্রো (Kolkata Metro)
বৃহস্পতিবার কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এখন থেকে ব্লু লাইনে দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্তই চলবে বেশ কিছু মেট্রো (Kolkata Metro)। ৩২ টি ট্রেন বাতিল করা হচ্ছে শহিদ ক্ষুদিরাম স্টেশনে। জানা যাচ্ছে, ব্যস্ত সময়ে দুটি মেট্রোর মাঝে ৫ মিনিট এবং অন্য সময়ে দুটি মেট্রোর (Kolkata Metro) মাঝে ৭ মিনিটের তফাৎ বজায় রাখার জন্যই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।
নতুন ঘোষণায় ক্ষুব্ধ যাত্রীরা: বেশ কিছু স্টেশনে সংস্কারমূলক কাজও চলছে। শহিদ ক্ষুদিরাম স্টেশনে রেক রিভার্সাল, মহানায়ক উত্তম কুমার স্টেশনের শেড সারানো থেকে কবি সুভাষ স্টেশনের সংস্কারের কাজও চলছে বলে জানিয়েছে মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ। এমনিতেই প্রায় দিনই ব্লু লাইনে মেট্রোর সমস্যা লেগেই রয়েছে। তার উপর এই নয়া ঘোষণায় দুর্ভোগ আরও বাড়বে বলে অভিযোগ যাত্রীদের।
আরও পড়ুন : রাত হলেই ক্যাম্পাসে মদের আসর? কোথায় সিসিটিভি! ছাত্রীর রহস্যমৃত্যুতে ফের প্রশ্নের মুখে যাদবপুরের নিরাপত্তা
প্রায়ই লেগে রয়েছে সমস্যা: বৃহস্পতিবারও সমস্যা দেখা দিয়েছিল ব্লু লাইনের মেট্রোতে (Kolkata Metro)। এদিন কবি সুভাষ স্টেশনে লাইনের সমস্যা থাকায় প্রায় ৩০ মিনিট ধরে বন্ধ ছিল মেট্রো পরিষেবা। জানা গিয়েছে, এদিন দুপুর ১২ টা ২০ নাগাদ শহিদ ক্ষুদিরাম স্টেশনে যাত্রী নেমে যাওয়ার পর কবি সুভাষ স্টেশনে পৌঁছায় মেট্রো (Kolkata Metro)।
আরও পড়ুন : শহরজুড়ে বন্ধ একাধিক রাস্তা, তৃতীয়া থেকে নবমী পর্যন্ত ভোগান্তি! পুজো প্ল্যানিংয়ের আগে জেনে রাখুন
সেখানে ডাউন থেকে আপ লাইনে রেক ঘোরানোর সময়ই সমস্যা দেখা দেয় লাইনের পয়েন্টে। তার জেরে প্রায় ১২ টা ৫০ পর্যন্ত শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশন পর্যন্ত বন্ধ থাকে মেট্রো পরিষেবা। সপ্তাহের মাঝে ব্যস্ত সময়ে দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। পুজোর মুখে এক ধাক্কায় ৩২ টি মেট্রো কমে যাওয়ায় বড়সড় সমস্যার মুখে পড়তে হতে পারে বলেই চিন্তা বাড়ছে যাত্রীদের।